দলে ফিরলেন সাকিব, খেলবেন শুক্রবার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৫ মার্চ ২০১৮
দলে ফিরলেন সাকিব, খেলবেন শুক্রবার

নিদাহাস ট্রফিতে গত ম্যাচে ভারতের কাছে হেরে গিয়ে ‌‘ভার্চুয়াল সেমি-ফাইনাল’র সম্মুখীন হয়েছে বাংলাদেশ। আগামীকাল শুক্রবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এ ম্যাচের জয়ী দল আগামী ১৮ মার্চ (রোববার) ভারতের সাথে ফাইনাল ম্যাচ খেলবে।

অর্থাৎ ফাইনাল ম্যাচের আগে আরও একটি ফাইনাল ম্যাচের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-বাংলাদেশ। এর আগেই বাংলাদেশের জন্য একটি সুখবর এসেছে। বাম হাতের ইনজুরির কারণে একাদশে না থাকা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলবেন আগামীকালে (শুক্রবার) ম্যাচে।

স্বাগতিকদের বিপক্ষে ওই ম্যাচ খেলতে দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কায় যাচ্ছেন সাকিব আল হাসান। বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত ২৭ জানুয়ারি ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আঙুলে চোট পান সাকিব। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ মিস করেন তিনি।

গত ৯ মার্চ মেলবোর্নে বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড হয়ের সঙ্গে দেখা করেন সাকিব। দেশে ফিরেন সুখবর নিয়ে। জানান, চোটের অবস্থা এখন অনেকটাই ভালো। যার কারণে কোন অস্প্রপচারের দরকার পড়েনি।

এরপর থেকেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে গিয়ে সময় নিয়ে অনুশীলন করেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। অবশেষে নিদাহাস ট্রফি খেলতে যাচ্ছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান।



শেয়ার করুন :


আরও পড়ুন

ফাইনালে ভারত, বাংলাদেশের ভাগ্য নির্ধারণ শুক্রবার

ফাইনালে ভারত, বাংলাদেশের ভাগ্য নির্ধারণ শুক্রবার

১৭ রানে হেরে গেল বাংলাদেশ

১৭ রানে হেরে গেল বাংলাদেশ

সিদ্ধান্তহীনতায় ওয়াটসন

সিদ্ধান্তহীনতায় ওয়াটসন

চান্দিমাল নিষিদ্ধ, রিয়াদের জরিমানা

চান্দিমাল নিষিদ্ধ, রিয়াদের জরিমানা