১১তম আইপিএলের উদ্বোধনে থাকবেন না ৪ অধিনায়ক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৫ মার্চ ২০১৮
১১তম আইপিএলের উদ্বোধনে থাকবেন না ৪ অধিনায়ক

৭ এপ্রিল পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর। বিগত আসরগুলোতে উদ্বোধনী অনুষ্ঠানে সকল দলের অধিনায়কদের উপস্থিতিতে ট্রফি সহ ছবি তোলার পাশাপাশি ‘স্পিরিট অব ক্রিকেট’ বজায় রাখার অঙ্গীকারে সই করানো হয়েছিলো। কিন্তু এইবারের আইপিএলে সকর দলের অধিনায়করা থাকতে পারবেন না। তাছাড়া এবারের উদ্বোধনী অনুষ্ঠান বেশি তেমন চকচকেও হবেনা।

আগামী ৭ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনের পরের দিনই চারটি দলের খেলা রয়েছে। আর সেই খেলা গুলো হবে ভারতের নয়াদিল্লি ও কলকাতায়। যার কারণে ওয়াংখেড় স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারবেন না চার দলের অধিনায়করা। নয়াদিল্লি এবং কলকাতায় খেলতে চলে যাবেন চার দলের অধিনায়ক বিরাট কোহলি, দীনেশ কার্তিক, গৌতম গম্ভীর ও আর অশ্বিনরা।

অধিনায়করা চলে যাবার কারণে ‘স্পিরিট অব ক্রিকেট’ বজায় রাখার অঙ্গীকারে সই করবেন উদ্বোধনের আগেরদিন ক্যামেরার সামনে। সেই ভিডিও দেখানো হবে ওয়াংখেড় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে।

তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হবে কিনা সেই বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত নিবে আইপিএল বোর্ড সভা। অবশ্য তারা ইতিমধ্যে জানান যে, এ বারের আসরে উদ্বোধনের জন্য অযথা বাড়তি বাজেট বরাদ্দ করা হবে না।

তবে, বোর্ডের শীর্ষকর্তাদের যুক্তি উদ্বোধন বরাবরই আইপিএলের একটি আকর্ষণীয় অঙ্গ। তাই উদ্বোধনী অনুষ্ঠানের জাঁকজমক কমানো উচিত হবে না। উদ্বোধনে বেশি গুরুত্ব না দিয়ে বরং ক্রিকেটের দিকে বেশি গুরুত্ব দেওয়ার যুক্তি দিচ্ছেন প্রশাসকেরা।



শেয়ার করুন :


আরও পড়ুন

সোশ্যাল মিডিয়া বন্ধ, অসন্তোষ ভারতীয় ক্রিকেটারদের

সোশ্যাল মিডিয়া বন্ধ, অসন্তোষ ভারতীয় ক্রিকেটারদের

এপ্রিলেই কোচ, আর দেরি নয়

এপ্রিলেই কোচ, আর দেরি নয়

ওয়ার্নারের পর জরিমানার কবলে ডি কক

ওয়ার্নারের পর জরিমানার কবলে ডি কক

উত্তাপ নিয়েই মুখোমুখি হচ্ছে দ.আফ্রিকা-অস্ট্রেলিয়া

উত্তাপ নিয়েই মুখোমুখি হচ্ছে দ.আফ্রিকা-অস্ট্রেলিয়া