নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে তৃতীয় জয় তুলে নিয়েছে। চার ম্যাচের মধ্যে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করলো ভারত।
অন্যদিকে নিজেদের চার ম্যাচের মধ্যে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে ফাইনালে যেতে দেশ দুটির মধ্যে আবারও ‘ভার্চুয়াল সেমি-ফাইনাল’ (virtual semi-final) খেলতে হবে, যা আগামী শুক্রবার (১৬ মার্চ) অনুষ্ঠিত হবে। ওই ম্যাচের জয়ী দল চলে যাবে নিদহাস ট্রফির ফাইনালে। আর হেরে যাওয়া দল তৃতীয় স্থানেই থেকে যাবে।
এদিকে বাংলাদেশের সাথে খেলেত নামার আগে ভারতের ঝুলিতে দুটি জয় থাকায় সমীকরণটা বেশ সরলই ছিল যে, আজ বাংলাদেশের সাথে জয় পেলেই ফাইনাল নিশ্চিত। বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে সেই সহজ সমীকরণেই অংকটা মিলিয়ে নিল
চার ম্যাচের মধ্যে তিনটি জিতেছে ভারত। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানীয় দলও তারা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার তিন ম্যাচে সমান একটি করে জয় ও দুটি হার। এছাড়া নিট রানরেটে শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে বাংলাদেশ। ফলে শুক্রবারের ম্যাচটি বাংলাদেশ ও শ্রীলঙ্কার অলিখিত ‘সেমি-ফাইনাল’। ওই ম্যাচে জয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে।
২০ বছর আগেও নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছিল ভারত। শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছিল মোহাম্মদ আজহারউদ্দিনের দল ভারত। তবে এবার চ্যাম্পিয়ন দেখতে আরও একটু অপেক্ষা করতে হবে। তার আগে শুক্রবার জানা যাবে ফাইনালে ভারতের সঙ্গী হচ্ছে কে? স্বাগতিক শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ।