রোহিত শর্মার ভারতের কাছে আবারও হারলো বাংলাদেশ। নিদাহস ট্রফিতে প্রথম ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার হারলো ১৭ রানে।
নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে বুধবার টসে হেরে প্রথমে ব্যাট করে ভারতের ছুড়ে দেয়া ১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৯ সংগ্রহ করে বাংলাদেশ।
ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের একের পর এক বিদায়ে চাপে পরে যায় বাংলাদেশ। ৪ রানে ৩ উইকেট হারিয়ে বসা বাংলাদেশের হাল ধরেন সাবেক অধিনায়ক ও গত ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হওয়া মুশফিকুর রহিম। গত ম্যাচের মতো আজও একাই বাংলাদেশের হাল ধরেন। তার ব্যাটেই জয়ের আশা দেখতে শুরু করে টাইগার ভক্তরা।
তুলে নেন টানা দ্বিতীয় অর্ধ-শতক রান। ৫৫ বলে ৭২* রানের অপরাজিত থাকলেও শেষ পর্যন্ত আর জয়ের প্রান্ত ছুতে পারেনি বাংলাদেশ।
৪০ রানে নেই ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহীম। তবে ১৮ বলে ২১ রানের এক জুটি ভেঙে যায় মাহমুদউল্লাহ আউটে। যুজবেন্দ্র চাহালকে তুলে মারতে গিয়ে ৮ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশের অধিনায়ক।
এর আগে ওপেনার লিটন দাস ফেরেন মাত্র ৭ রানে। সৌম্য সরকারও ১ রানের বেশি এগোতে পারেননি। ইনিংসের দ্বিতীয় ওভারে ওয়াশিংটন সুন্দরকে এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন লিটন দাস। ৭ বলে ১ বাউন্ডারিতে ৭ রান করে আউট হন ডানহাতি এ ওপেনার।
তবে সঙ্গী হারালেও ঝড় তুলতে ভয় করেননি তামিম ইকবাল। শার্দুল ঠাকুরের এক ওভারেই ১৭ রান তুলে নেন তিনি।এর মধ্যেই ওয়াশিটংটন সুন্দরের বলে ১ রানে বোল্ড হয়ে যান সৌম্য।
এরপরেই ওয়াশিংটনের বলে দুর্ভাগ্যভাবে আউট হন তামিম। শট খেলতে গিয়ে বলটা গায়ে লেগে স্ট্যাম্পের বেল পড়ে যায়। ১৯ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় বাঁহাতি তামিম করেন ২৭ রান। এ জয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হলো ভারতের।