অবশেষে বাংলাদেশের টস জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪০ এএম, ৩১ মার্চ ২০২১
অবশেষে বাংলাদেশের টস জয়

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সফরে প্রথমবারের মতো টস জিতলো বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে ওয়ানেডে সিরিজ এবং প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও টস হেরেছে বাংলাদেশ।

কাঁধের ইনজুরির কারণে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও খেলছেন না টাইগারদের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এছাড়া প্রথম টি-টোয়েন্টি থেকে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলা পেসার মোস্তাফিজকে দ্বিতীয় ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে। তার পরিবর্তে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ।

বাংলাদেশের ন্যায় নিউজিল্যান্ড একাদশেও একটি পরিবর্তন আনা হয়েছে। লকি ফার্গুসনের পরিবর্তে একাদশে ফিরেছেন অ্যাডাম মিলনে।

                            লাইভ দেখুন বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬৬ রানে হেরে গেছে বাংলাদেশ। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ রক্ষার ম্যাচ। এ ম্যাচে হারলে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও হারবে টাইগাররা। এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ

বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ
টিম সাউদি (অধিনায়ক), মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, ইশ সোধি, হ্যামিশ বেনেট এবং অ্যাডাম মিলনে।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল খেলবেন মোস্তাফিজ, বিসিবির অনুমতি

আইপিএল খেলবেন মোস্তাফিজ, বিসিবির অনুমতি

আফিফ-সাইফউদ্দিনের ব্যাটে শুধু ‘লজ্জা’ নিবারণ

আফিফ-সাইফউদ্দিনের ব্যাটে শুধু ‘লজ্জা’ নিবারণ

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ

সুপার লিগে আফগানিস্তানের নীচে নেমে গেল বাংলাদেশ

সুপার লিগে আফগানিস্তানের নীচে নেমে গেল বাংলাদেশ