ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মাত্র ৮ রানে রেখে গেছে সফররত ইংল্যান্ড। হেরে যাওয়া ওই ম্যাচে বোলিং করার সময় অতিরিক্ত সময় নেওয়ায় এবার গুণতে হলো জরিমানা। আইসিসির নিয়মানুযায়ী স্লো ওভার-রেট পুরো দলকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়, ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার বেশি সময় নিয়েছে ইংল্যান্ড। যার ফলে আইসিসি আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে পুরো দলকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান স্লো ওভার-রেটের অভিযোগ স্বীকার করে নেওয়ায় আর কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
পাঁচ ম্যাচ সিরিজের ওই ম্যাচে ভারতের কাছে মাত্র ৮ রানের ব্যবধানে হেরে গেছে ইংল্যান্ড। যার ফলে সিরিজে শেষ ও পঞ্চম ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]