নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডে সিরিজ শুরু হওয়া একদিন আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিম নিজেই এ তথ্য জানিয়েছেন।
তামিম ইকবাল বলেন, ‘আমি টি-টোয়েন্টি সিরিজে থাকবো না। নিউজিল্যান্ডে আসার আগেই কোচ ও নির্বাচকদের বলেছি এটা। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজটি খেলতে পারবো না। দলের জন্য শুভকামনা থাকবে। ওয়ানডে অধিনায়ক হিসেবে আশা করব টি-টোয়েন্টিতে দল ভালো করবে।’
শনিবার (২০ মার্চ) শনিবার থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে বৃহস্পতিবার (১৮ মার্চ) ডানেডিন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হয়েছিলেন তামিম ইকবাল।
সেখানে তিনি জানান, বাংলাদেশ থেকে সফরে আসার আগেই নির্বাচক এবং কোচের সঙ্গে এ বিষয়ে তিনি আলোচনা করেছেন। সিদ্ধান্তের বিষয়টা টিম ম্যানেজমেন্টকে আগেই জানিয়ে রেখেছেন। আজ শুধু আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ মাঠে গড়াবে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি সিরিজ না খেলায় ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরবেন তামিম।
মাহমুদউল্লাহ রিয়াদের অধীনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যা অনুষ্ঠিত হবে ২৮, ৩০ মার্চ ও পহেলা এপ্রিল। ইতিমধ্যে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]