কালো ব্যাজ পড়ে খেলবে বাংলাদেশ, বিসিবির দুঃখ প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৮ পিএম, ১৩ মার্চ ২০১৮
কালো ব্যাজ পড়ে খেলবে বাংলাদেশ, বিসিবির দুঃখ প্রকাশ

নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দুঃখপ্রকাশ করে বিসিবি। এছাড়া আগামীকাল বুধবার কালো ব্যাজ ধারণ করে মাঠে নামবে বাংলাদেশ।

দুর্ঘটনা কবলিত বিমানে নিহত সকল যাত্রীদের এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেছে বিসিবি। এ ছাড়া ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হওয়া যাত্রীদের দ্রুত সুস্থতার কামনাও করেছে বিসিবি।

বর্তমানে নিদাহাস টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কায় রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামীকাল (বুধবার) টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আগামীকালকের ম্যাচে কালো ব্যাজ ধারণ করে মাঠে নামার সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ দল।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেইজে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ দলের সাকিব আল-হাসান, মুশফিকুর রহিম, রুবেল হোসেনসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত সোমবার (১২ মার্চ) নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। বিমান বিধ্বস্তের ঘটনায় ৫০ জনের নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৬ জনই বাংলাদেশি বলে নিশ্চিত করেছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।

দুই ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রোপ বিমানটি ৬৭ আরোহী ও ৪ জন ক্রু নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রীদের মধ্যে ৩৭ পুরুষ, ২৭ নারী ও দুই শিশু ছিল।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিমান বিধ্বস্তে মর্মাহত সাকিব

বিমান বিধ্বস্তে মর্মাহত সাকিব

পরবর্তী টুর্নামেন্টের আগেই কোচ পাচ্ছে বাংলাদেশ

পরবর্তী টুর্নামেন্টের আগেই কোচ পাচ্ছে বাংলাদেশ

এপ্রিলে নিজে দেশে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে পাকিস্তান

এপ্রিলে নিজে দেশে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে পাকিস্তান

বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় পাকিস্তান

বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় পাকিস্তান