প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের বাকি ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন করে আরও তিনজন খেলোয়াড় কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আরও চারজন আক্রান্ত হওয়ায় এ সংখ্যা এখন সাতজনে গিয়ে দাঁড়িয়েছে।
সর্বশেষ বুধবার (৩ মার্চ) পর্যন্ত ২০২১ সালের চলতি আসরে ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কোয়েটা গ্ল্যাডিয়েটরসের টম বেন্টন, ইসলামাবাদ ইউনাইটেডের ফাওয়াদ আহমেদ ও লুইস গ্রেগরির করোনা পজিটিভ হন। মোট সাতজনের করোনা পজিটিভ হওয়ায় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি এ টি-টোয়েন্টি লিগ আর চালিয়ে যাওয়ার সাহস পায়নি পিসিবি।
পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের সঙ্গে কথা বলে উদ্ভূত স্বাস্থ্য পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএলের বাকি খেলাগুলো স্থগিত ঘোষণা করছে। বোর্ড এখন খেলোয়াড় ও কর্মকর্তাদের স্বাস্থ্য নিরাপত্তা ও প্রয়োজনীয় টিকাকরণের দিকে মনোযোগ দেবে।’
HBL PSL 6 POSTPONED
— PakistanSuperLeague (@thePSLt20) March 4, 2021
PCB Chief Executive Wasim Khan, Director – Commercial and Babar Hamid, will hold a media conference at the National Stadium at 3pm to provide further updates.
Read more:https://t.co/GM68WWmnT8
#HBLPSL6
এদিকে, দেশটির সংবাদ মাধ্যমগুলো বলছে, পিএসএলের এবারের আয়োজনে পিসিবি যে জৈব সুরক্ষা ব্যবস্থা হাতে নিয়েছে, তাতে ঢিলেঢালা ভাব ছিল। বিদেশি খেলোয়াড় থেকে শুরু করে দেশের ক্রিকেটাররাও ঠিকভাবে জৈব সুরক্ষা ব্যবস্থা মেনে চলেননি।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]