শ্রীলঙ্কার টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক দাসুন শানাকার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হচ্ছে না। পাসপোর্ট জটিলতায় তিনি আটকে গেছেন। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে সংক্ষিপ্ত ফরম্যাটে লঙ্কানদের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন তারকা অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ম্যাথুজ অন্যতম ব্যস্ত ক্রিকেটার ছিলেন, তখন তিনি শ্রীলঙ্কার দলের তিনটি ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছিলেন। অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগের আগে ৩৪টি টেস্ট, ৯৮টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
ম্যাথুজের আমলে শ্রীলঙ্কা ২০১৪ সালে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয়ের পাশাপাশি ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশসহ কয়েকটি ঐতিহাসিক জয় রেকর্ড রয়েছে। তবে, দীর্ঘদিন পর আবারও দেশের ক্রিকেটের নেতৃত্বে ফিরলেন তিনি।
এদিকে, শ্রীলঙ্কার টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক দাসুন শানাকার পাসপোর্ট নিয়ে তৈরি হয়েছে মধুর বিড়ম্বনা। ট্রানজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে দেরি হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি আটকে গেছেন।
জানা গেছে, শানাকা তিন বছর আগে তার আগের পাসপোর্টটি হারিয়ে ফেলেছেন। যে পাসপোর্টে তার পাঁচ বছরের জন্য ইউএসএ ভিসা ইস্যু করা ছিল। তবে নতুন পাসপোর্টে এখনও নতুন ভিসা জারি করা হয়নি। যার জন্য দলের সঙ্গে সফরে যেতে পারেননি। তবে যতদ্রুত সম্ভব দেশটির ক্রিকেট বোর্ড বিষয়টি সমাধান করার চেষ্টা করছে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি সমাধান হয়ে গেলেই দাসুন শানাকা দলের সাথে যোগ দেবেন।
ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও ওয়ানেড ও টেস্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী ৩, ৫ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ১০ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। আর ২১ মার্চ থেকে শুরু হওয়া টেস্ট সিরিজ দিয়ে শেষ হবে লঙ্কানদের ওয়েস্ট ইন্ডিজ সফর।
করোন পরবর্তী এ সিরিজ দিয়েই নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাচ্ছেন ক্যারিবিয়ানরা। সিরিজ উপলক্ষে ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
ওয়েস্ট ইন্ডিজ সফরে শ্রীলঙ্কার স্কোয়াড
অ্যাঞ্জেলো ম্যাথুজ (টি-টোয়েন্টি অধিনায়ক), দিমুথ করুণারত্নে (ওয়ানডে অধিনায়ক), দীনেশ চান্দিমাল, দানুশকা গুণাথিলাকা, পাথুম নিশাঙ্কা, নিরোশান ডিকভেলা, ওসাদা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, আশেন বান্দারা, থিসারা পেরেরা, রমেশ থারিন্দ মেন্ডিস, বানিন্দু হাসারাঙ্গা, দুশমান্থা চামিরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, অসিথ ফার্নান্দো, দিলশান মদুশাঙ্কা, লাকশান সান্দাকান, অকিলা ধনঞ্জয়া।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]