আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক এখন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। সর্বোচ্চ ছক্কার মালিক হওয়ার পথে গাপটিল আগের রেকর্ড থেকে ভারতের ওপেনার রোহিত শর্মাকে বাইরে পাঠিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ডানেডিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬টি চার ও ৮টি ছক্কায় ৫০ বলে ৯৭ রান করেন গাপটিল। এ নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৯৬ ম্যাচে গাপটিলের ছক্কার সংখ্যা এখন ১৩২টি।
১০৮ ম্যাচে ১২৭টি ছক্কা রয়েছে রোহিত শর্মার। ১১৩টি ছক্কা হাঁকিয়ে তৃতীয়স্থানে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান। ৯৭টি ম্যাচ খেলেছেন তিনি।
৯৬ টি-টোয়েন্টিতে ৩১ দশমিক ৯৭ গড়ে গাপটিলের মোট রান সংখ্যা ২৭১৮। যার মধ্যে ১০৫ রানের সর্বোচ্চ ইনংসসহ দুটি সেঞ্চুরি এবং ১৬টি হাফ-সেঞ্চুরি রয়েছে। ১৩২টি ছক্কার পাশাপাশি ২৪০টি চারের মার মেরেছেন নিউজিল্যান্ডের এ ওপেনার।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]