চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে রাজনৈতিক দন্দে ভারত সফরে সমস্যা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। ফলে এখনই ভিসা পাওয়ার নিশ্চয়তা চেয়ে হুমকি দিয়েছেন পিসিবির চেয়ারম্যান এহসান মানি।
পিসিবের চেয়ারম্যান এহসান মানি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ভারতের কাছ থেকে ভিসা পাওয়ার ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি না পেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে করার দাবি জানাবে পাকিস্তান। তাদের এ মনোভাব ইতিমধ্যে আইসিসিকে জানিয়েও রেখেছে পাকিস্তান।
লাহোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মানি বলেন, ‘বড় তিন দেশের মানসিকতা বদলের সময় এসেছে। আমরা শুধু পাকিস্তান ক্রিকেটারদের ভিসা পাওয়ার ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি চাইছি না। পাকিস্তানি সাংবাদিক এবং দর্শকদের ভিসা পাওয়ার ব্যাপারেও লিখিত নিশ্চয়তা চাই।
তিনি আরও বলেন, ‘আমরা আইসিসিকে জানিয়ে দিয়েছি, মার্চ মাসের মধ্যে ভারতকে এই ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। তা না হলে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়ার জন্য মাঠে নামবো।’
ভিসা সংক্রান্ত জটিলতা ছাড়াও আরও বেশ কিছু বিষয়ে দাবি তুলেছেন মানি। তার দাবি, পুরো পাকিস্তান দলের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ভারতকে লিখিত নিশ্চয়তা দিতে হবে। দু’দেশের সম্পর্কের কথা মাথায় রেখেই এ নিশ্চয়তা পাওয়া প্রয়োজনীয় রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
চলতি বছরে অক্টোবর-নভেম্বরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সূচি রয়েছে। এছাড়া একই বছরেই শ্রীলঙ্কায় এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]