ডান-হাতি পেসার ডোয়াইন প্রিটোরিয়াসের বোলিং নৈপুন্যে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা। শনিবার রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে প্রোটিয়ারা। ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।
লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ৪৮ রানের মধ্যে পাকিস্তানের ৩ উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এরপর মিডল-অর্ডার ব্যাটসম্যান ইফতেখার আহমেদকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন প্রথম ম্যাচে সেঞ্চুরি করা ওপেনার মোহাম্মদ রিজওয়ান।
ইফতেখারকে ২০ রানে থামিয়ে ইনিংসে দ্বিতীয় উইকেট নেন প্রিটোরিয়াস। এরপর আরও ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে ৭ উইকেটে ১৪৪ রানে আটকে রাখেন প্রিটোরিয়াস। রিজওয়ান ৪১ বলে ৫১ ও শেষ দিকে ১২ বলে অপরাজিত ৩০ রান করেন ফাহিম আশরাফ। বল হাতে ১৭ রানে ৫ উইকেট নেন প্রিটোরিয়াস। ১৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেন তিনি।
জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্যে শুরুতে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকাও। ২১ রানে ২ উইকেট হারায় তারা। তবে ওপেনার রেজা হেনড্রিক্স-পেট্রাস ভ্যান বিলিয়ন ৪২ রান করে এবং শেষ দিকে ডেভিড মিলারের অপরাজিত ২৫ ও অধিনায়ক হেনরিচ ক্লাসেনের অপরাজিত ১৭ রানের কল্যাণে ২২ বল বাকি থাকতেই জয়ের স্বাদ পায় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন প্রিটোরিয়াস।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]