নিজ মাঠে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। ঘোষিত দলে জয়গা পাননি ইন ফর্ম ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও ধুকতে থাকা ওপেনিং ব্যাটসম্যান ফখর জামান।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেরা ফর্মে থাকা ৪০ বছর বয়সী হাফিজ সংক্ষিপ্ত ভার্সনে নিজের শেষ ১২টি আন্তর্জাতিক ম্যাচে মোট ৫০২ রান করেছেন। যেখানে ১৫৩ স্ট্রাইক রেটে তার গড় রান ১০০.৪০। তবে প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম জানিয়েছেন, দলের সিনিয়র এ ব্যাটসম্যানকে সিরিজে পাওয়া যাচ্ছে না।
দল ঘোষণার সময় ওয়াসিম বলেন, ‘হাফিজের পারফরমেন্স নিয়ে কোন প্রশ্ন নেই। তবে ৩ ফেব্রুয়ারি দল জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশকালে তাকে পাওয়া যাবে না।’
বর্তমানে আবু ধাবিতে চলমান টি-টেন লিগে খেলছেন হাফিজ। ৬ ফেব্রুয়ারি শেষ হবে এ টুর্নামেন্ট। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি। তিনটি ম্যাচই লাহোরে অনুষ্ঠিত হবে।
ওয়াসিম জানিয়েছেন, এ বছর ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে বর্তমান ফর্ম বিবেচনা করেই দল ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ফর্মহীনতায় ভুগছেন ফখর। নিজের শেষ ১০ ম্যাচে মাত্র ৯৭ রান করেছেন এ ব্যাটসম্যান। কোভিডে আক্রান্ত হয়ে গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও মিস করেছেন তিনি।
এদিকে ঘোষিত স্কোয়াডে বাবর আজমের নেতৃত্বাধীন দলে ফিরেছেন পেসান হাসান আলী, অলরাউন্ডার আমের ইয়ামিন ও ব্যাটসম্যান ইয়াসির আলী। এছাড়া নতুন মুখ লেগ স্পিনার জাহিদ মাহমুদ, অলরাউন্ডার আমাদ বাট এবং ব্যাটসম্যান দানিশ আজিজও দলে আছেন। বাদ পড়েছেন পেসার ওয়াহাব রিয়াজ।
পাকিস্তান টি-টোয়েন্টি দল
বাবর আজম (অধিনায়ক), হায়দার আলী, খুশদিল শাহ, হুসেইন তালাত, দানিশ আজিজ, আসিফ আলী, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, জাফর গোহার, ফাহিম আশরাফ, আমের ইয়ামিন, আমাদ বাট, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ হুসেইন, হাসান আলী, উসমান কাদির ও জাহিদ মাহমুদ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]