বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম বাবা হয়েছে, এটা সাবাই জানেন। তবে জানেন কি, তার ছেলে সন্তানের বয়স কত? আপনি আমি তা না জানলেও মুশফিক দম্পত্তি তা ঠিকই জানেন। আর গতকাল তো ঘটে গেছে এক কাকতালিও ঘটনা। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিপরীতে মুশফিক যে অনবদ্য ৭২ রানের একটি জড়ো ইনিংস খেলেছেন, তার পিছনে ছিল ৩৫ বল।
বিষয়টি কাকতালিয় নাকি অলৈখিক যাই হোক না কেন? নিজের ৩৫ দিনের ছেলের জন্য এর চেয় আর ভালো উপহার কী হতে পারে? তাই আর ভুল করেননি তিনি। টি–টোয়েন্টি ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ রানটা ৩৫ দিন বয়সী ছেলেকে উৎসর্গ করেছেন মুশফিকুর রহিম।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক বলেন, ‘১৯০ থেকে ১৯৫ রানটা এই উইকেটের জন্য স্বাভাবিক ছিল। কিন্তু তামিম আর লিটন যেভাবে শুরু করেছে...প্রথম ছয় ওভারে...সত্যি অসাধারণ। আপনি ক্রিকেটীয় শট খেললে যেকোনো রানই তাড়া করতে পারবেন। আর এই উইকেট ব্যাটিং করার জন্য খুব ভালো উইকেট। আজকের ম্যাচটা আমার ছেলেকে উৎসর্গ করলাম। ওর বয়স মাত্র ৩৫ দিন।’
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। ক্রিকেটের এ সংস্করণে ২১৫ রান বাংলাদেশ ক্রিকেটেরও সর্বোচ্চ রান। আর রান তাড়ায় চতুর্থ সর্বোচ্চ স্কোর এটি। আর হেরে হেরে দেয়ালে প্রায় পিঠ ঠেকতে যাওয়া বাংলাদেশের জয়টাও খুব প্রয়োজনই ছিল।