কলম্বোর আকাশে হঠাৎ বৃষ্টি। বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাটে অনিশ্চিতা। বিকেল আবার থেমে গেছে বৃষ্টি। তবে আকাশে ঘনকালো মেঘ ঠিকই রয়েছে। থেমে থেমে হচ্ছে বজ্রপাতও। এতকিছুর পর আশার খবর হলো, শ্রীলঙ্কার আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি আর নাও হতে পারে। ফলে নির্ধারিত সময়েই খেলা শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
নিদাহাস ট্রফিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরে যায় টাইগাররা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়।
বাংলাদেশের দর্শকদের জন্য দুঃসংবাদ হয়ে দুপুর আড়াইটায় কলম্বোয় বৃষ্টি শুরু হয়। তবে আবহাওয়া রিপোর্টে আগে থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না।
বর্তমানে (বিকেল ৫টা) বাতাসের গতিবেগ স্বাভাবিক। ১১-১২ কিলোমিটার। আবহাওয়ার পরিস্থিতি বলছে, সন্ধ্যা ৭টার দিকে মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।
প্রথম ম্যাচে ভারতের সামনে ১৪০ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে বোলাররা কোনো প্রতিরোধই গড়তে পারেনি। রুবেল, মোস্তাফিজ আর তাসকিন মিলে ৪টি উইকেটের পতন ঘটাতে পারলেও সহেজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে হেরেছিল ভারত। সেই শ্রীলঙ্কারই মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের।