শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতে কী ভাবছে বাংলাদেশ?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৪ পিএম, ১০ মার্চ ২০১৮
শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতে কী ভাবছে বাংলাদেশ?

নিদহাস ট্রাফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। এবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আজ (শনিবার)। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

ভারতের বিপক্ষের হারের পর টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ হারের দায় দিয়েছিলেন ব্যাটসম্যানদের। বলেছিলেন ৩০-৪০ রান কম হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে তাসকিনও সেই একই কথা জানালেন। বললেন, এই ধরনের উইকেটে জয়ের জন্য অন্তত ১৭০-১৮০ রান দরকার।

শুক্রবার সংবাদ সম্মেলনে তাসকিন জানান, ‘যেহেতু উইকেট নিষ্প্রাণ, রান হয়েই যায়। জিততে হলে কমপক্ষে ১৭০-১৮০ করতেই হবে। এই মাঠের জন্য অন্তত এটা ভালো স্কোর। এই রান করতে পারলে আশা করি জিততে পারব। তবে এর কম হলেও আমরা চেষ্টা করব।’

তাসকিনের কথায় রান আসলেও আগে ফিল্ডিং করলে স্বাগতিকদের কত রানে বেধে রাখতে পারলে বাংলাদেশের জন্য ভালো হবে তা ওঠে আসেনি। তবে ১৭০-১৮০ রানের তারর কথায় ধরে নেয়া যায় এ রানের মধ্যে শ্রীলঙ্কাকে বেধে রাকতে হবে।

ঘরের মাঠে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার কাছে ২-০ তে হেরেছে বাংলাদেশ। ১৯৩ রান করেও হার এড়াতে না পারায় বোলারদের নিয়ে হয়েছিলো ব্যাপক সমালোচনাও। পরের ম্যাচে ব্যাটিং-বোলিং দুটোই ছিল কাঠগড়ায়। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে যেন ঠিকঠাক মানিয়ে নিতে পারছে না বাংলাদেশ।

এ নিয়ে তাসকিন বলেন, ‘দুইটা পার্টই এক সঙ্গে ভালো হচ্ছে না। একটা ভালো হচ্ছে তো অন্যটা খারাপ হচ্ছে। এই জিনিসটাতে ধারাবাহিকতা যখন বেশি আসবে তখন ভালো ফল আসবে। প্রথম ম্যাচে বোলিং যত ভালো হয়েছে, আরও ভালো সম্ভব। পাশাপাশি আরেকটু বেশি রান করতে হবে। মূল ব্যাপারটা হচ্ছে, একটা ভালো রান করতে হবে। এরপর বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

প্রথম দিনের খেলা শেষে টাইগার ক্যাপ্টেন বলেন, ‘লঙ্কানদের গেম প্ল্যান কী হবে, সে সম্পর্কে ধারণা নিতেই আগে আমরা সবাই মিলে বসব। সেখানেই লঙ্কানদের সম্ভাব্য গেম প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমরা আগে নির্ধারণের চেষ্টা করবো , তারা (লঙ্কানরা) কোন কৌশল অবলম্বন করতে পারে, আমাদের দেশে যে গেম প্ল্যান ছিল , সেটাই অব্যাহত থাকতে পারে, না ঘরের মাঠে নতুন কোনো ছকে মাঠে নামবে; এসব নিয়ে আমরা নিজেরা বসে কথা বলব।’

তবে নিজ দলকে ভয়-ডরহীন দেখতে চান মাহমুদউল্লাহ। বলেন , ‘আমাদের একদম নির্ভীক থাকতে হবে। সেই সাথে নিজেদের শক্তি ও সামর্থ্য সম্পর্কে কোনোরকম সংশয়-সন্দেহ থাকলেও চলবে না।’

ঢাকার মাটিতে এ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও লঙ্কারদের বিপক্ষে পুরনো স্মৃতি সাহস যোগাচ্ছে বাংলাদেশকে। কলম্বোর এই প্রেমাদাসা স্টেডিয়ামে গত এপ্রিলে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল টাইগাররা।



শেয়ার করুন :


আরও পড়ুন

পুরনো স্মৃতিই বাংলাদেশের আত্মবিশ্বাস

পুরনো স্মৃতিই বাংলাদেশের আত্মবিশ্বাস

হারের দায় ব্যাটসম্যানদের

হারের দায় ব্যাটসম্যানদের

৮০’র দশকে ইডেন গার্ডেনসে খেলেছিলেন বাংলাদেশি নারী

৮০’র দশকে ইডেন গার্ডেনসে খেলেছিলেন বাংলাদেশি নারী

স্ত্রীর মামলা : চুক্তি থেকে শামিকে বাদ দিল ভারত

স্ত্রীর মামলা : চুক্তি থেকে শামিকে বাদ দিল ভারত