নিউজিল্যান্ডের লক্ষ্য সিরিজ, পাকিস্তানের সমতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৫ এএম, ২১ ডিসেম্বর ২০২০
নিউজিল্যান্ডের লক্ষ্য সিরিজ, পাকিস্তানের সমতা

সফররত পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। ফলে দ্বিতীয় ম্যাচই তাদের লক্ষ্য সিরিজ নিশ্চিত। আর পাকিস্তানের চাই সমতা। তিন ম্যাচ সিরিজের এমন সমিকরণের রোববার (২০ ডিসেম্বর) হ্যামিল্টনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

শুক্রবার (১৮ ডিসেম্বর) অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ওই ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল পাকিস্তান। কিন্তু নিউজিল্যান্ডের বোলারদের তোপে ৩৯ রানেই ৫ উইকেট হারায় তারা। তবে শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত অধিনায়ক শাদাব খানের ৪২, ফাহিম আশরাফের ৩১ ও ইমাদ ওয়াসিমের ১৯ রানের কল্যাণে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৩ রানের সংগ্রহ পায় পাকিস্তান।

১৫৪ রানের লক্ষ্যমাত্রা ৭ বল বাকি রেখেই জয় স্পর্শ করে নিউজিল্যান্ড। উইকেটরক্ষক টিম সেইফার্ট ৪৩ বলে ৫৭ রান করে দলের জয়ে অবদান রাখেন। এবার দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডকে লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে।

এদিকে সিরিজে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী পাকিস্তানের অধিনায়ক শাদাব। ম্যাচের আগের দিন তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের টপ-অর্ডার ব্যর্থ হয়েছে। বড় ইনিংস খেলার সামর্থ্য রয়েছে তাদের। পরের ম্যাচেই টপ-অর্ডার রান করবে বলে আমি আশাবাদী। সিরিজে সমতা আনার ব্যাপারেও আমরা আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচ হারলেও সতীর্থদের আত্মবিশ্বাসী সামন্য পরিমাণে কমেনি।’

অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিউজিল্যান্ডের। এমনই জানিয়েছেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। বলেন, ‘আমরা জয়ের ধারা অব্যাহত রাখতে চাই। পাকিস্তানের বিপক্ষে শেষ দুই সিরিজেই আমরা হেরেছি। এবার সিরিজ জিততে চাই। সিরিজ জয়ের ভালো সুযোগ আমাদের সামনে।’

সিরিজের প্রথম ম্যাচের নিউজিল্যান্ড স্কোয়াডে ছিলেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে দ্বিতীয় ম্যাচ দিয়ে দলে ফিরেছেন তিনি। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন মিচেল স্যান্টনার। তবে সিরিজের শেষ দুই ম্যাচে থাকছেন না তিনি।

পাকিস্তান একাদশ
শাদাব খান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, হায়দার আলী, মোহাম্মদ হাফিজ, খুশদিল শাহ, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, ওয়াহাব রিয়াজ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

নিউজিল্যান্ড একাদশ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, টিম সেইফার্ট, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, স্কট কুগিলিজেন, ইশ সোধি, কাইল জেমিসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা নিউজিল্যান্ডের

পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা নিউজিল্যান্ডের

‘প্রতিবাদে’ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মোহাম্মদ আমির

‘প্রতিবাদে’ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মোহাম্মদ আমির

পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন বাবর

পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন বাবর

পাকিস্তান সফর নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা

পাকিস্তান সফর নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা