হারের দায় ব্যাটসম্যানদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৪ এএম, ১০ মার্চ ২০১৮
হারের দায় ব্যাটসম্যানদের

বিরাট-কোহলিদের বিশ্রামে রেখেও তরুণ নির্ভর দল নিয়ে শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস ট্রাফিতে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে ভারত। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারলেও মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশকে খুব সহজেই হারিয়ে দিয়েছে রোহিত শর্মার ভারত।

কোহলি-ধোনিসহ নিয়মিত দলের ছয় ক্রিকেটার ছাড়া ভারতের কাছে এমন পরাজয়ে কোন অজুহাত দাঁড় করানো অবকাশ নেই ক্রিকেট পরাশক্তি বাংলাদেশের কাছে। তবে বাংলাদেশের এমন হারের দায় মূলত ব্যাটসম্যানদেরই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক মাহমুদুল্লাহও এমনটাই বললেন।

মাহমুদউল্লাহ বলেন, ‘এই হারের সব দায় আমাদের ব্যাটসম্যানদেরই। কারণ, আমরা (ব্যাটসম্যান) বোলারদের ভালো একটি পুঁজি এনে দিতে পারিনি। এরপরও বোলাররা অনেক চেষ্টা করেছে। রবেল, তাসকিন, মোস্তাফিজ ভালো করেছে। এটা ইতিবাচক। তবে ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে আরও ভালো করতে হবে।’

উইকেট একটু ধীর ছিল। বল ব্যাটে এসেছে দেরিতে। তবে উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই মাহমুদউল্লাহর। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘উইকেট নিয়ে আমার কোন অভিযোগ নেই। উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। ১৭০-১৮০ রান অনায়াসে করা সম্ভব। তবে আমরা নিজেরাই ভালো করতে পারিনি। আরও ভালোভাবে বলতে গেলে আমরা ব্যাটসম্যনরাই কাজে লাগাতে পারিনি।’

ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে ১২০ বলের মধ্যে ৫৫টি ডট বল খেলেছে বাংলাদেশ। হারের কারণ হিসেবে অতিরিক্ত ডট বল খেলার দায়ও ব্যাটসম্যানদের।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, টি-টোয়েন্টিতে আমরা মাঝের ওভারগুলোতে ধুঁকছি। অনেক বেশিই ডট বল খেলছি। শুধু তাই নয়, আবার উইকেটও বিলিয়ে আসছি। আজকেও আমরা ভালোই শুরু করেছিলাম, কিন্তু পরে নিয়মিত উইকেট হারিয়েছি। বরাবরই এখানে খেই হারিয়ে ফেলি।

নিদাহাস ট্রফিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। বাংলাদেশের ছুড়ে দেয়া ১৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় ভারত।

সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশকে সহজেই হারালো ভারত

বাংলাদেশকে সহজেই হারালো ভারত

বাংলাদেশ একাদশে তিন পেসার ও দুই স্পিনার

বাংলাদেশ একাদশে তিন পেসার ও দুই স্পিনার

এপ্রিলেই কোচ, আর দেরি নয়

এপ্রিলেই কোচ, আর দেরি নয়

সোশ্যাল মিডিয়া বন্ধ, অসন্তোষ ভারতীয় ক্রিকেটারদের

সোশ্যাল মিডিয়া বন্ধ, অসন্তোষ ভারতীয় ক্রিকেটারদের