নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৩৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতার পর লিটন দাস ও সাব্বির রহমানদের ব্যাটে ভর করে ৮ উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করে বাংলাদেশ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল।
ব্যক্তিগত ১৪ রান করে জয়দেব উনাদকাতের বলে যুজভেন্দ্র চাহালের তালুবন্দি হন সৌম্য। ১২ বল খেলে ১৪ রান করেন তিনি। এরপর দ্রুতই বিদায় নেন আরেক ওপেনর তামিম ইকবালও। ১৬ বলে ১৫ রান শারদুল ঠাকুরের বলে জয়দেব উনাদকাতের তালুবন্দি হন তিনি।
এর পর মুশফিকুর রহিমও বেশি দূর যেতে পারলেন না। দলীয় ৬৬ রানের মাথায় নিজের ব্যক্তিগত ১৮ রানে আউট হয়ে যান তিনি।
এর পর মাহমুদউল্লাহ রিয়াদ ৮ (১), লিটন দাস ৩৪ (৩০), সাব্বির রহমান ৩০ (২৬), মেহেদী হাসান মিরাজ ৩ (৪), রুবেল হোসেন ০ (১), তাসকিন আহমেদ ৮* (৯), মোস্তাফিজুর রহমান ১* (২) রান করেন।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মানিশ পাণ্ডে, রিশভ প্যান্ট, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, বিজয় শংকর, জয়দেব উনাদকাত, যুজভেন্দ্র চাহাল, শারদুল ঠাকুর।