ইনজুরির কারণে নিদাহাস ট্রফিতে খেলতে পারবেন না সাকিব আল হাসান। তারপরও শ্রীলঙ্কার দলের সঙ্গে যোগ দিলেন তিনি। কিন্তু এটি বেশি সময়ের জন্য নয়। উন্নত চিকিৎসার জন্য সাকিব আল হাসান অস্ট্রেলিয়ায় যাবেন। তার মাঝে শ্রীলঙ্কায় এটি তার যাত্রা বিরতি।
মঙ্গলবার সতীর্থদের সঙ্গে তোলার কিছু ছবি ফেসবুকে আপলোড করেছেন সাকিব আল হাসান। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দলের সঙ্গে সময় কাটাতে পেরে ভালো লাগছে। টিমমেটদের সাথে অসাধারণ সময় কেটেছে যদিও সেটি ছিল অল্প সময়ের জন্য। উন্নত চিকিৎসার জন্য আমি অস্ট্রেলিয়ায় যাচ্ছি। যাতে দ্রুত ইনজুরি থেকে দ্রুত সেরে উঠতে পারি ও দলের সঙ্গে যোগ দিতে পারি সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।’
গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচে ফিল্ডিং করার সময় হাতের আঙুলে ব্যথা পেয়েছিলেন সাকিব আল হাসান। ওই ম্যাচে পরে তিনি আর বলও করতে পারেননি, ব্যাটও করতে পারেননি। তারপর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট ও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি সাকিব আল হাসান। ওই দুই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব আল হাসান না থাকায় নিদাহাস ট্রফিতেও অধিনায়কের দায়িত্বে রয়েছেন তিনি।