বৃষ্টির পেটে তৃতীয় টি-টোয়েন্টি, সিরিজ নিউজিল্যান্ডের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০০ এএম, ০১ ডিসেম্বর ২০২০
বৃষ্টির পেটে তৃতীয় টি-টোয়েন্টি, সিরিজ নিউজিল্যান্ডের

ছবি : গেটি ইমেজ

বৃষ্টিতে ভেসে গেল নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। তবে প্রথম দুই ম্যাচের দুটিতে জয় পাওয়ায় ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথমটি বৃষ্টি আইনে ৫ উইকেটে এবং দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ৭২ রানে জিতেছিল স্বাগতিকরা।

সোমবার (৩০ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে নিউজিল্যান্ড। ব্যাট হাতে ১৬ রানের উদ্বোধনী জুটি গড়েন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও ব্রান্ডন কিং। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে বিচ্ছিন্ন হন তারা। ৭ বলে ১১ রান করা কিংকে শিকার করে নিউজিল্যান্ডকে প্রথম উইকেট শিকারের আনন্দে ভাসান পেসার লোকি ফার্গুসন।
sportsmail24
এরপর ক্রিজে ফ্লেচারের সঙ্গী হন কাইল মায়ারস। তবে ইনিংসের ২ দশমিক ২ ওভার শেষে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর বৃষ্টি থামেনি। ফলে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। ফ্লেচার ৪ ও মায়ারস ৫ রানে অপরাজিত ছিলেন।

টি-টোয়েন্টি সিরিজ শেষে এখন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) থেকে হ্যামিল্টনে শুরু হবে প্রথম টেস্ট।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিলিপসের রেকর্ড সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সিরিজ জয়

ফিলিপসের রেকর্ড সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সিরিজ জয়

বিশাল স্কোরেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল নিউজিল্যান্ড

বিশাল স্কোরেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল নিউজিল্যান্ড

আইসিসির নতুন চেয়ারম্যান গ্রেগ বার্ক্লে

আইসিসির নতুন চেয়ারম্যান গ্রেগ বার্ক্লে

নিউজিল্যান্ডে ৬ পাকিস্তানি ক্রিকেটার করোনা আক্রান্ত

নিউজিল্যান্ডে ৬ পাকিস্তানি ক্রিকেটার করোনা আক্রান্ত