চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেলেন গাজী গ্রুপ চট্টগ্রামের ব্যাটসম্যান ও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক। শনিবার (২৮ নভেম্বর) জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ডান হাতের আঙুলে চোট পেয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) দলের অনুশীলনে যোগ দেননি মমিনুল হক। পরে জানা যায়, হাতের আঙুলের চোটের কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আর খেলা হচ্ছে না।
নিজের ইনজুরির বিষয়টি মমিনুল নিজেই নিশ্চিত করেছেন। বলেন, ‘গতকাল (শনিবার) ম্যাচের সময় ডান হাতের বৃদ্ধা আঙুলে ব্যথা পেয়েছিলাম। স্ক্যান করিয়েছিলাম, ফ্র্যাকচার আছে। তাই এবারের আসরে আর খেলতে পারব না। এখন থেকে পুনর্বাসনে থাকতে হবে।’
গাজী গ্রুপ চট্টগ্রামের ফিজিও মোহাম্মদ এনামুল হক বলেছেন, ‘ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ফ্র্যাকচার থাকায় এবারের আসর থেকে ছিটকে গেছেন মমিনুল। এ ধরনের ফ্র্যাকচার থেকে সেরে উঠতে চার সপ্তাহ সময় লাগে। তাই এবারের আসরে তার আর খেলা হবে না।’
সোমবার (৩০ নভেম্বর) নিজেদের তৃতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। প্রথম দুই ম্যাচে দাপুটের সাথে জিতেছে তারা। দু’টি ম্যাচেই ৯ উইকেটের জয় ছিল চট্টগ্রামের। শেষ দু’ম্যাচে যথাক্রমে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ৩ বলে ৮ এবং জেমকন খুলনার বিপক্ষে ৭ বলে ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মমিনুুল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]