বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ম্যাচে নিজেদের টানা দুই ম্যাচেই হারের স্বাদ পেয়েছে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে মাত্র ২ রান এবং সর্বশেষ বৃহস্পতিবার গাজী গ্রুপ চট্টগ্রামের সামনে দাঁড়াতেই পারেনি তারা। ব্যাটিংয়ে চরমভাবে ব্যর্থতার পরিচয় দেওয়া ঢাকা মাত্র ৮৮ রানেই অলআউট হয়ে যায়।
টুর্নামেন্টে এখন পর্যন্ত টানা দুই ম্যাচে হারের স্বাদ পাওয়া একমাত্র দল বেক্সিমকো ঢাকা। যেখানে মুশফিকুর রহিমের সাথে সাব্বির-নাঈম ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীরা রয়েছেন। তবে টুর্নামেন্টে এখনো অনেক পথ বাকি থাকায় এ হারে বিচলিত নন বাংলাদেশ জাতীয় দলের প্রতিশ্রুতিশীল ক্রিকেটার মোহাম্মদ নাঈম শেখ। তার আশা, পরবর্তী ম্যাচ থেকে দলের সিনিয়র ক্রিকেটাররা ঘুরে দাঁড়াবেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে পরাজয়ের ম্যাচে ব্যাট হাতে ২৩ বলে ৪০ রান করে নাঈম। তবে দলের আরও কোন ব্যাটসম্যান হাল ধরতে না পারায় মাত্র ৮৮ রানেই থেমে যায় ঢাকার ইনিংস। যা টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বনিম্ন স্কোর।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাঈম বলেন, ‘এই উইকেটে ১৭০ প্লাস স্কোর হলে দলের জন্য ভালো হতো। ১৭০ প্লাস স্কোর আমাদের জন্য ভালো এবং যথেষ্ট ছিল।’
প্রথম বলেই সৌম্যর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন মুশফিক, ছবি- বিসিবি
দলের প্রয়োজনে নিজেকে আরও মেলে ধরতে না পারার আপেক্ষও করেন তিনি। বলেন, ‘আমি ২৩ বলে ৪০ করছি -এটা অনেক গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আমার এখান থেকে আরও বড় খেলা (ইনিংস) উচিৎ ছিল। এটা খেলতে পারি নাই। খারাপ লাগছে যে, আমি খেলতে পারলে হয়তো দৃশ্যটি অন্যরকম হতে পারতো। আমার আরও চেষ্টা করা উচিৎ ছিল।’
নিজেদের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে হেরে গেছে বেক্সিমকো ঢাকা। ওই ম্যাচে দলে অধিনায়ক মুশফিকুর রহিম ব্যাট হাতে ৩৪ বলে ৪১ রান করলেও চট্টগ্রামের বিপক্ষে রানের খাতা খোলার আগেই ফিরেছেন সাজঘরে। এছাড়া দলের আরেক সিনিয়র ক্রিকেটার সাব্বির রহমান প্রথম ম্যাচে ৭ বলে ৫ রানে অপরাজিত থাকলেও দ্বিতীয় ম্যাচে ১০ বল মোকাবেলা করেও কোন রান করতে পারেননি।
ঢাকার ইনিংসের প্রায় অর্ধেক রান আসে নাঈম শেখের ব্যাট থেকে। ২৩ বলে নাঈমের ৪০ রান ছাড়া দলের বাকি ৯ ব্যাটসম্যানের সম্মিলিত রান ৩৯। আর দলের বাকি ৯ রান এসেছে অতিরিক্ত থেকে।
তবে দলের সিনিয়র ক্রিকেটারদের এমন ব্যর্থতায় বিচলিত নন নাঈম। বলেন, ‘অনেক দিন পরে খেলা.. দুইটা ম্যাচ খারাপ হয়েছে -এটা কোন ব্যাপার না। পরবর্তী ম্যাচে ইনশা আল্লাহ সব সিনিয়ররা কামব্যাক করবেন। ভালো খেলবেন বলে আমি আশা করি।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]