নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন বেশ কয়েকদিন হলো। এবার প্রতিযোগিতা ক্রিকেটে ফিরছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে খেলবেন জেমকন খুলনার হয়ে খেলা সাকিব।
এক বছরেরও বেশি সময় পর সাকিব ম্যাচে ফিরলেও খেলায় কোন রকম কমতি হবে না বলে মনে করছেন জাতীয় দলে তার সতীর্থরা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে একে অপরের বিপক্ষে খেললেও সাকিবের সক্ষতা নিয়ে কোন প্রশ্ন নেই বলে জানিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং একই দলে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ।
নিষেধাজ্ঞা শেষ হওয়া আগেই সাকিব অনুশীলনে ফিরেছিলেন। স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে সেপ্টেম্বরে বিকেএসপিতে মোহাম্মদ সালাহউদ্দিন এবং নাজমুল আবেদীন ফাহিমের সাথে চার সপ্তাহের ট্রেনিং ক্যাম্প করেছেন তিনি। যদি সফর স্থগিত হওয়ার তার আর খেলায় ফেরা হয়নি।
তবে বিকেএসপির সেই অনুশীলন সাকিবের ফিটনেস ফিরে পেতে বেশ সাহায্য করেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ইউটিউব চ্যানেলে সাকিব সে তথ্য জানিয়েছেন। এখন ২২ গজে খেলতে পুরোপুরি প্রস্তুত সাকিব। ক্রিকেট মাঠে সাকিবের প্রত্যাবর্তনে তার সতীর্থরাও আনন্দিত।
সাকিবের বিষয়ে দেশের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম বলেছেন, ‘সাকিবের ক্রিকেটে ফিরে আসা বড় ঘটনা। শুধু আমি নই, গোটা ক্রিকেট বিশ্বই তার খেলা দেখতে অপেক্ষা করছে। সে এক নম্বর খেলোয়াড় ও অলরাউন্ডার। আমি আশা করি, আমাদের বেক্সিমকো ঢাকার বিপক্ষে ভালো খেলতে পারবেন না তিনি। তবে আমি আশা করি, অন্য দলগুলোর বিপক্ষে ভালো খেলবেন সাকিব। তবে পুনরায় সাকিবের মাঠে নামাটা দুর্দান্ত কিছু।’
সাকিবের ক্রিকেটে ফিরে আসা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় বিষয় বলে উল্লেখ করেছেন তামিম ইকবাল। বলেছেন, ‘এটি সাকিবের জন্য দুর্দান্ত দিন হবে। কারণ, এক বছরের জন্য মাঠের বাইরে ছিলেন সাকিব। তিনি যখন ক্রিকেটে ফিরছেন তখনও এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আমি নিশ্চিত যে, তার ভক্তরা তার খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’
তামিমের দল ফরচুন বরিশালের বিপক্ষেই উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সাকিবের দল জেমকন খুলনা। তামিম আরও বলেন, ‘আমরা খেলায় তার লাগাম টেনে ধরার চেষ্টা করবো। তবে দিন শেষে আমি খুশি যে সাকিব ক্রিকেটে ফিরছেন। আমি নিশ্চিত যে আগামীকাল থেকে আরও বেশি শক্তিতে এগিয়ে যাবে সে।’
সাকিবের অধিনায়ক জেমকন খুলনার নেতৃত্ব পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ জানান, সাকিবের মধ্যে কোন জড়তা দেখছেন না এবং প্রত্যাশা করেছেন যে, প্রথম ম্যাচ থেকেই জ্বলে উঠবেন সাকিব।
মাহমুদউল্লাহ বলেন, ‘তার (সাকিব) সামর্থ্য এবং ক্ষমতা সম্পর্কে কোনও সন্দেহ নেই। আমি বিশ্বাস করি, প্রথম ম্যাচ থেকে জ্বলে উঠবে সে। আমি তার মধ্যে কোনও জড়তা দেখতে পাচ্ছি না। ভালো ক্রিকেট খেলতে সে মরিয়া।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]