২০২২ সালে নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় বসছে না মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে এ বৈশ্বিক টুর্নামেন্ট। নতুন সূচি অনুযায়ী ২০২৩ সালের ফেব্রুয়ারিতে হবে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ তথ্য জানিয়েছে।
২০২২ সালে মেয়েদের দুটি বহুজাতিক বড় টুর্নামেন্ট হবে- নিউজিল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপ এবং ইংল্যান্ডে কমনওয়েলথ গেমস। একই বছর দুটি টুর্নামেন্ট থাকলেও ২০২৩ সালে মেয়েদের বড় কোন ইভেন্ট নেই।
আইসিসি তাদের বিবৃতিতে জানায়, ২০২৩ সালে মেয়েদের কোন বড় ইভেন্ট নেই। মেয়েরো যেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো প্রস্তুতি নিতে পারে এবং ২০২৩ সালেও যেন মেয়েদের বৈশ্বিক ক্রিকেটের উত্তেজনা অব্যাহত থাকে, সে জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপটি পেছানো হয়েছে।
এর আগে গত অগাস্টে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এক বছরের জন্য পেছানো হয়। যা ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে তা ২০২২ সালে নেওয়া হয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]