বঙ্গবন্ধু কাপ দেশি খেলোয়াড়দের বড় প্লাটফর্ম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৮ এএম, ১৮ নভেম্বর ২০২০
বঙ্গবন্ধু কাপ দেশি খেলোয়াড়দের বড় প্লাটফর্ম

বাংলাদেশ এইচপি দলের ক্রিকেটার, ফাইল ফটো

টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচ দলের ‌‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে’ খেলছে না কোন বিদেশি ক্রিকেটার। প্রত্যেক দলের ১৬ জন করে মোট ৮০ জন ক্রিকেটারই দেশি। ফলে নিজেদের প্রতিভা প্রদর্শনে এ টুর্নামেন্টে স্থানীয় খেলোয়াড়দের জন্য বড় একটি প্লাটফর্ম বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন।

বিসিবি পরিচালকের বিশ্বাস, আসন্ন এ টুর্নামেন্টটি একই সাথে বাংলাদেশ ক্রিকেটকেও উপকৃত করবে। কারণ, টিম ম্যানেজমেন্ট অবশ্যই আরও কিছু খেলোয়াড়কে খুঁজে পাবে, যারা ভবিষ্যতে জাতীয় দলে কিছু জায়গা পূরণ করবে।

বেক্সিমকো ঢাকার কোচ মাহমুদ বলেন, ‘প্রতিভা প্রদর্শনের জন্য এ টুর্নামেন্টটি স্থানীয় খেলোয়াড়দের জন্য একটি ভালো সুযোগ। খেলোয়াড়রা যেমন স্পটলাইটে যেতে সক্ষম হবে, একই সাথে বাংলাদেশের ক্রিকেটও এ টুর্নামেন্টের মাধ্যমে উপকৃত হবে।’

ওয়ানডে ক্রিকেটে ভালো করলেও টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এখনো নিজেদের সেরাটা দিতে পারেনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু হওয়ার পরও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দক্ষতা অর্জন করতে পারেনি টাইগাররা।

বিপিএলে স্থানীয় ক্রিকেটারদের বিদেশি খেলোয়াড়দের ছায়ায় থাকতে হয়। এতে স্পটলাইটে আসতে পারে না তারা। বেশিরভাগ সময় স্থানীয় খেলোয়াড় গুরুত্বপূর্ণ সময়ে দলের হয়ে ব্যাটিং বা বোলিংয়ে নিজেদের মেলে ধরার সুযোগ পায় না। যে কারণে তারা নিজেদের সক্ষমতা দেখাতে করতে পারে না।

তবে এ টুর্নামেন্টে বিদেশিরা না থাকায় স্থানীয় তরুণ ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে বলে আত্মবিশ্বাসী মাহমুদ। বলেন, ‘তরুণ ক্রিকেটারদের জন্য এটি খুবই ভালো সুযোগ। যখন বিপিএল শুরু হয়, বিদেশি খেলোয়াড়দের কারণে আমাদের তরুণ বোলাররা গুরুত্বপূর্ণ সময়ে বোলিং করতে পারে না। ফলে ডেথ ওভারে আমরা ভালো বোলার খুঁজে বের করতে পারিনি। আমরা এ টুর্নামেন্ট থেকে কিছু প্রতিভাবান ক্রিকেটার পেতে পারি। অনেক তরুণ ক্রিকেটারকে এ আসরে নিজেদের বিসিবির সামনে প্রমাণ করতে হবে।’

২৪ নভেম্বর (মঙ্গলবার) থেকে পাঁচ দলকে নিয়ে শুরু হবে এ টুর্নামেন্ট। ইতোমধ্যে দলগুলো নিজেদে খেলোয়াড় চূড়ান্ত করেছে। জাতীয় দলের পাশাপাশি এইচপি ইউনিটের ক্রিকেটাররা, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা এখানে অর্ন্তভুক্ত আছেন।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদ মনে করেন, তরুণ খেলোয়াড়দের উন্নতিতে প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বলেন, ‘নিজেদের প্রমাণের ভালো সুযোগ পেয়েছে তরুণ ক্রিকেটাররা। তারা চার ও পাঁচ নম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাট করবে এবং ম্যাচ শেষ করে আসতে হবে। এটি তাদের দক্ষতার পরীক্ষা। এ টুর্নামেন্ট থেকে তারা অনেক কিছুই শিখতে পারবে। তারা কিভাবে চাপকে সামাল দিতে পারে সেটিই দেখার বিষয়।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু কাপেও ফেরানো হচ্ছে না দর্শক

বঙ্গবন্ধু কাপেও ফেরানো হচ্ছে না দর্শক

বঙ্গবন্ধু কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চোখ বিসিবির

বঙ্গবন্ধু কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চোখ বিসিবির

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি প্রকাশ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি প্রকাশ

ড্রাফট শেষে যেমন হলো পাঁচ দলের স্কোয়াড

ড্রাফট শেষে যেমন হলো পাঁচ দলের স্কোয়াড