লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনে সবুজ সংকেত দিয়েছে শ্রীলঙ্কা সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন তারিখ অনযায়ী ২৭ নভেম্বর (শুক্রবার) থেকে শুরু হবে এলপিএলের প্রথম আসর। তবে করোনাভাইরাসের কারণে একটি ভেন্যুতেই অনুষ্ঠিত হবে এলপিএল সব খেলা।
এলপিএল আয়োজনের সবুজ সংকেত দিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবে রাজাপাকসে। এখন হাম্বানটোটার মহিন্দ রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। তবে ক্রিকেটার ও টুর্নামেন্টের সাথে জড়িত সকলকে কঠোর স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দিয়েছেন শ্রীলঙ্কা সরকার।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সহ-সভাপতি ও এলপিএলের পরিচালক রবীন বিক্রমারত্নে বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য বিধি মেনে হাম্বানটোটাতে একটি মাত্র ভেন্যুতেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। আমরা আমাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই।’
তিনি আরও বলেন, ‘সরকারের সবুজ সংকেতের পর আমরা টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী। আমরা কঠোর জৈব সুরক্ষা বলয়ে সবকিছু করতে চাই।’
নতুন তারিখ অনুযায়ী ২৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এলপিএলের খেলা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]