ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টি স্কোয়াড ছোট করলো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৮ এএম, ০৬ নভেম্বর ২০২০
ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টি স্কোয়াড ছোট করলো পাকিস্তান

ফাইল ফটো

জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ জয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগাতিক পাকিস্তান। এবার শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি লড়াই। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে প্রাথমিক স্কোয়াড থেকে তিনজনকে বাদ দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে পুরো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিনজনকে বাদ দেওয়ায় এখন চূড়ান্ত স্কোয়াডের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

টি-টোয়েন্টি স্কোয়াডে বাদ পড়া তিনজন হলেন- ইমাম উল হক, আবিদ আলি ও হারিস সোহেল। এছাড়া চূড়ান্ত স্কোয়াডে থাকাদের মাঝে অভিষেকের অপেক্ষায় রয়েছেন চারজন। তারা হলেন- আব্দুল্লাহ শফিক, হায়দার আলি, রোহাইল নাজির ও জাফর গোহার।

৭ নভেম্বর থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে ৮ ও ৯ নভেম্বর। ওয়ানডে সিরিজের মতো রাওয়ালপিন্ডিতেই টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, রোহাইল নাজির, শাহীন শাহ আফ্রিদি, উসমান কাদির, ওয়াহাব রিয়াজ ও জাফর গোহার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিটনেস টেস্টে সাকিব-আশরাফুল, নেই মাশরাফি

ফিটনেস টেস্টে সাকিব-আশরাফুল, নেই মাশরাফি

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে খেলবে না স্টোকস-আর্চার-কারান

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে খেলবে না স্টোকস-আর্চার-কারান

সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে দিল জিম্বাবুয়ে

সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে দিল জিম্বাবুয়ে

মুক্ত হয়েই র‌্যাংকিং রাজত্বে ফিরলেন সাকিব

মুক্ত হয়েই র‌্যাংকিং রাজত্বে ফিরলেন সাকিব