ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন টুর্নামেন্টের জন্য বুধবার অধিনায়কের নাম ঘোষণা করবে দিল্লী ডেয়ারডেভিলস। এপ্রিলে শুরু হওয়া এই টুর্নামেন্টে দিল্লীর নেতৃত্বে গৌতম গাম্ভীরই তুালিকায় এগিয়ে আছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। দিল্লীর নব নিযুক্ত কোচ রিকি পন্টিং গত মাসে এ তথ্য নিশ্চিত করেছেন।
গাম্ভীরের অভিজ্ঞতা ও অধিনায়ক হিসেবে সফলতাই এই পদের জন্য তাকে এগিয়ে রেখেছে বলে পন্টিং উল্লেখ করেছেন। এ সম্পর্কে পন্টিং বলেন, এটা অনেকটাই নিশ্চিত যে আগামী মৌসুমের জন্য গাম্ভীরই অধিনায়ক হতে যাচ্ছেন। আমরা তার সাথে এ ব্যপারে আলোচনা করেছি। সে আমাদের আশ্বস্ত করেছে।’
তিনি আরও বলেন, ‘পুনরায় নিজ ঘরের ক্লাবে ফিরে এসে আশা করছি সে দারুণভাবে দিল্লীকে নেতৃত্ব দিতে পারবে। তার নেতৃত্বে দারুন অভিজ্ঞতা রয়েছে। কেকেআর এর অধিনায়ক হিসেবে আমরা তার কোন ধরনের দোষ ত্রুটি ধরতে পারিনি।’
গত মৌসুমে তার অধীনে কেকেআর দুর্দান্ত খেলেছে। সে কারণেই আমরা মনে করেছি দলের তরুণদের সাথে কাজ করার আগে তার ওপর নেতৃত্ব দেওয়াটা জরুরি। আমরা একজন অভিজ্ঞ অধিনায়কের ওপরই দলের দায়িত্ব দিচ্ছি। আমি নিশ্চিত সে তার দায়িত্ব দারুনভাবে পালন করতে পারবে।
উল্লেখ্য, ২০১২ ও ২০১৪ সালে গাম্ভীরের নেতৃত্বেই কলকাতা আইপিএল এর শিরোপা জিতেছিল। চলতি বছর নিলামে তাকে ছেড়ে দিয়েছে কেকেআর। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। কেকেআর-এর হয়ে ১২২ ম্যাচে সর্বোচ্চ ৩৩৪৫ রান সংগ্রহ করেছেন ভারতীয় জাতীয় দলের এ সাবেক ক্রিকেটার।