নারী আইপিএল নামে পরিচিত ‘ওমেন্স টি-২০ চ্যালেঞ্জ’ ক্রিকেট টুর্নামেন্টে শুভ সূচনা করলো জাহানারা আলমদের দল ভেলোসিটি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বুধবার (৩ নভেম্বর) রাতে গতবারের চ্যাম্পিয়ন সুপারনোভাসকে ৫ উইকেটে হারিয়েছে ভেলোসিটি।
নারী আইপিএল খ্যাত এ টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করায় সিদ্ধান্ত নেয় ভেলোসিটি। ফলে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে সুপারনোভাস। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি রেখে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান তুলে জয় তুলে নেয় ভেলোসিটি।
ব্যাট হাতে মাঠে নামতে না হলেও বল হাতে দলের জয়ে অবদান রেখেছেন বাংলাদেশের অলরাউন্ডার জাহানারা আলম। ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে জাহানারা শিকার করেন ২টি উইকেট। ম্যাচ সেরা হয়েছেন ব্যাট হাতে দলের জয়ে অবদান রাখা সুন লুস।
ভেলোসিটির হয়ে খেলা দক্ষিণ আফ্রিকার প্রমিলা দলের এ ক্রিকেটার ২১ বলে অপরাজিত ৩৭ রান করেছেন। তার এ ইনিংসে ৪টি চারের মারের সাথে একটি ছক্কার মার রয়েছে।
Women's T20 Challenge Jahanara Alam
Posted by Sportsmail24.com on Wednesday, November 4, 2020
তিন দলের পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্ট সর্বমোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এবারের আসরে বাংলাদেশের দুই নারী ক্রিকেটার অংশ নিয়েছে। গত বছর খেলা জাহানারার সাথে এবার টুর্নামেন্টে ট্রেইলব্লেজার্সের হয়ে খেলছেন সালমা খাতুন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]