ক্রিকেট থেকে বিদায় নিয়ে চলমান আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন ইরফান পাঠান। তবে মাঠের ক্রিকেট থেকে দূরে থাকতে পারলেন না তিনি। অবসর ভেঙে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন ভারতের সাবেক এ অলরাউন্ডার।
ইরফান পাঠান শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ক্যান্ডি টাস্কার্সের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন। বলিউড তারকা সালমান খানের পরিবারের এ দল দিয়ে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন তিনি।
ভারতের হয়ে ২৯টি টেস্ট, ১২০টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ইরফান পাঠান এ বছরের শুরুতে সবধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন। এরপর চ্যারিটি টুর্নামেন্টে ইন্ডিয়া লিজেন্ডসের হয়ে খেলেছিলেন ভারতীয় এ অলরাউন্ডার।
লঙ্কান লিগে খেলতে মুখিয়ে রয়েছেন বলেন জানিয়েচেন চলমান আইপিএলে ধারাভাষ্যকার ইরফান পাঠান। তিনি বলেন, ‘ক্যান্ডি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে অধীর অপেক্ষায় আছি। কারণ, দলে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে। তাই এ অভিজ্ঞতা অর্জনে আমি মুখিয়ে আছি।’
পাঠানের সঙ্গে ওই দলে রয়েছেন ক্রিস গেইল, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ ও লিয়াম প্লাঙ্কেটের মতো ক্রিকেটার।এছাড়া দলটির কোচিং স্টাফ হিসেবে রয়েছেন সাবেক লঙ্কান অধিনায়ক হাসান তিলকারত্নে। সবকিছু ঠিক থাকলে ২১ নভেম্বর লঙ্কা প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর মাঠে গড়ানো সূচি রয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]