সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলের মঞ্চ কাঁপালেও অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে দেখা যাবে না হার্ডহিটিং ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্সকে। পারিবারিক কারণে ও কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় বিশ ব্যাশ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ অধিনায়ক।
বর্তমানে আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের (আরসিবি) হয়ে খেলছেন এবি ডি ভিলিয়ার্স। চলমান আইপিএলের আসরে বেশ কিছু ম্যাচ বেঙ্গালোরকে একার হাতে জিতিয়েছেন তিনি। প্লে-অফের অন্যতম দাবিদার বেঙ্গালোরের ব্যাটিংয়ের পাশাপাশি গ্লাভস হাতেও যথেষ্ট ভালো পারফরম্যান্স করছেন দক্ষিণ আফ্রিকার এ ব্যাটসম্যান।
চলতি বছরের ৩ ডিসেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ। তবে চলতি আসরে খেলতে না পারলেও সবকিছু ঠিক থাকলে পরবর্তী মৌসুমে আবারও খেলার আশা ব্যক্ত করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ অধিনায়ক।
এ বি ডি ভিলিয়ার্স বলেন, ‘নতুন সন্তানের আগমণ, বড় পরিবার এবং করোনার কারণে তৈরি পরিস্থিতি ও ভ্রমণে অনিশ্চয়তা, সব কিছু মিলে অনিচ্ছা সত্ত্বেও সিদ্ধান্ত নিয়েছি, এ মৌসুমে বিগ ব্যাশে খেলা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে এ প্রতিযোগিতায় এবং আমার ক্লাবে ফিরে যেতে আমি উন্মুখ। গত আসরে প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি দল। সেখানে কিছু অসমাপ্ত কাজ বাকি রয়েছে।’
২০১৯ সালের আসরে বিগ ব্যাশে প্রথমবার ব্রিসবেন হিটের হয়ে খেলেছিলেন ডি ভিলিয়ার্স।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]