অস্ট্রেলিয়া ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ‘বিগ ব্যাশ’র আসন্ন আসরে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়েই খেলবেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। এবারের আসরে অ্যাডিলেড ছেড়ে নতুন দলের জার্সি পড়ার গুঞ্জন উঠলেও না নাকচ করে দিয়েছেন রশিদ খান।
বিগ ব্যাশে এখন পর্যন্ত তিনটি মৌসুম খেলেছেন রশিদ খান। সবগুলো আসরে অ্যাডিলেডের হয়ে খেলেছেন তিনি। দলটিতে থেকে যাওয়া তথ্য নিশ্চিত করায় এখন চতুর্থবারের মতো অ্যাডিলেডের হয়ে মাঠে নামবেন রশিদ।
এ বিষয়ে রশিদ খান বলেন, ‘আরও এক মৌসুম অ্যাডিলেডে থাকছি আমি। বিগ ব্যাশের দশম মৌসুমেও অ্যাডিলেডের জার্সিতে আমাকে দেখা যাবে।’
তিনি বলেন, ‘অ্যাডিলেড আমার কাছে পরিবারের মতো হয়ে গেছে। আমি সে সব সমর্থকদের কাছে কৃতজ্ঞ, যারা অ্যাডিলেডকে আমার নিজের ঘরের মতো করে ভাবতে সমর্থন দিয়ে গেছেন। আশা করি, আগামী মৌসুমে আরও ভালো পারফরমেন্স করতে পারবো।’
বিগ ব্যাশে ৪০ ম্যাচে ৬ দশমিক ৩৬ ইকোনমি রেটে ৫৬ উইকেট শিকার করেছেন রশিদ খান। পাশাপাশি ব্যাট হাতেও ছিলেন। ১৬১ দশমিক ১৪ স্ট্রাইক রেটে ২৫৩ রান করেছেন আফগানদের সাবেক এ দলপতি।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন রশিদ খান। আইপিএল শেষে বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় যাবেন তিনি।
চলতি বছরের ৩ ডিসেম্বর থেকে বিগ ব্যাশের দশম আসর শুরু হওয়ার কথা। তবে করোনা পরিস্থিতিতে এখনও টুর্নামেন্টের সূচি নির্ধারণ করেনি কর্তৃপক্ষ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]