বাংলাদেশের ক্রিকেট সেনশেসন মোস্তাফিজুর রহমান। আইপিএল, কাউন্টির পর এবার পাকিস্তান সুপার লিগ মাতিয়েছেন এ তরুণ তুর্কী। আর সেখানে ব্রান্ডন ম্যাককালামের নেতৃত্বে লাহোর কালান্দারসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। কিন্তু পাঁচ ম্যাচে খেলেই শারজা থেকে কলম্বোর উদ্দেশে পাড়ি জমিয়েছেন কাটার মাস্টার।
তবে নিদাহাস ট্রফির জন্য লাহোরের সতীর্থদের কাছ থেকে শুভকামনা পেয়েছেন মোস্তাফিজ।
সংযুক্ত আরব আমিরাত থেকে কলম্বোতে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লাহোর ও দলের অধিনায়ক ম্যাককালামকে ধন্যবাদ জানিয়েছেন ফিজ। বাংলাদেশি পেস তারকা লিখেছেন, ‘ব্রেন্ডন ম্যাককালামের অধিনায়কত্বে খেলে দারুণ অনুভব করছি। ধন্যবাদ অধিনায়ক আমাকে এভাবে সমর্থন জানানোর জন্য। পিএসএল থেকে দারুণ অভিজ্ঞতা হয়েছে। এখন সময় জাতীয় দায়িত্ব পালন করা। শ্রীলঙ্কায় দলের সাফল্যের অপেক্ষায়।’
মোস্তাফিজের এই টুইটের উত্তর দেন ম্যাককালামও। তিনি লিখেন, ‘তোমাকে সতীর্থ হিসেবে পাওয়াটা প্রশান্তির। তোমার প্রচেষ্টার জন্য ধন্যবাদ আর তোমার জন্য রইলো শুভকামনা। সদা হাস্যজ্জ্বল থাকো। ধন্যবাদ ভাই। শীঘ্রই দেখা হবে।’
ম্যাককালামের পাশাপাশি দরের অপর সতীর্থ ক্যামেরুন দেলপোর্ত, মিচেল ম্যাকক্লেনাঘানরাও ফিজকে শুভকামনা জানিয়েছেন।