দুইবার স্থগিত হওয়ার পর অবশেষে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) অনলাইনে এলপিএল প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়।
প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদি, ফাফ ডু প্লেসিস, কার্লোস ব্র্যাথওয়েটদের মতো বড় তারকারা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি না পাওয়ায় নাম থাকা সত্ত্বেও সাকিব আল হাসানকে কেউ দলে ভেড়ায়নি।
এলপিএলের প্রথম আসরে ক্যান্ডি তাস্কার্সের হয়ে খেলবেন গেইল। এছাড়া কলম্বো কিংসের হয়ে মাঠে নামবেন আন্দ্রে রাসেল ও ফাফ ডু প্লেসিস। আফ্রিদিকে দলে নিয়েছে গল গ্লাডিয়েটর।
লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট পাঁচটি দল। সেখানে প্রত্যকটি দল ছয়জন করে বিদেশি খেলোয়াড় নিতে পারবে।
১ নভেম্বরের আগ পর্যন্ত বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ পাচ্ছে দলগুলো। এ জন্য কিছু দল স্কোয়াডের জায়গা খালি রেখেছে। টুর্নামেন্টে অংশ নিতে সকল বিদেশি খেলোয়াড়কে শ্রীলঙ্কা সরকারের নিয়মনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইন মানতে হবে।
২১ নভেম্বর থেকে শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল)। যা শেষ হবে ১৩ ডিসেম্বর। প্রথম দিকে সুরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। লিগ পর্বের শেষ দিকে ও নকআউট পর্বের ম্যাচগুলো পাল্লেকেলে স্টেডিয়ামে হবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]