প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে শ্রীলঙ্কার কঠোর কোয়ারেন্টাইন ইস্যুতে স্থগিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলর সফর। এবার একই কারণে আরেক দফা পেছানো হলো লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) অভিষেক আসর।
নতুন তারিখ অনুযায়ী ১৪ নভেম্বরের পরিবর্তে এখন ২১ নভেম্বর শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল)। বুধবার (৩০ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শ্রীলঙ্কা সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী ভ্রমণকারী ক্রিকেটারদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকা থাকা বাধ্যতামূলক। ২১ নভেম্বর লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু হওয়ায় এখন আইপিএলের খেলা ক্রিকেটারদের জন্যও সুযোগ তৈরি হলো।
প্রাথমিকভাবে, চলতি বছরের ২৮ আগস্ট শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল এলপিএল। তবে করোনাভাইরাসের কারণে পিছিয়ে ১৪ নভেম্বর করা হয়। সেই অনুযায়ী ১৪ নভেম্বর শুরু ৬ ডিসেম্বর শেষ হওয়ার সূচি ছিল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এলপিএল টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট হওয়ার কথা ছিল। আসর শুরুর তারিখ পেছানোর ফলে এখন সেটাও পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ অনুযায়ী ৯ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট।
শ্রীলঙ্কার তিনটি আন্তর্জাতিক ভেন্যুতে পাঁচটি দল (কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা) এলপিএলের উদ্বোধনী আসরে অংশ নেবে।
আসর পেছানোর কারণ হিসেবে টুর্নামেন্ট পরিচালক রবিন বিক্রামারত্নে জানিয়েছেন, ‘১০ নভেম্বর শেষ হবে আইপিএল। সেখানে অংশ নেওয়া খেলোয়াড়দের জন্য কিছু জায়গা রাখার বিষয়ে রয়েছে। আইপিএলে অংশ নেওয়া খেলোয়াড়দের এলপিএলে সুযোগ দিতেই তারিখ পেছানো হয়েছে।’
এদিকে এলপিএলের উদ্বোধনী আসরে বাংলাদেশ ক্রিকেটারদের খেলার সুযোগ থাকছে না। কারণ, শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পর ঘরোয়া ক্রিকেট ফেরাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেক্ষেত্রে টাইগার ক্রিকেটাররা দেশের ক্রিকেট সূচিতেই ব্যস্ত থাকবেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই ঈঙ্গিত দিয়েছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]