চার বলে চার বোল্ড, ইতিহাসের পাতায় আফ্রিদি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৪ এএম, ২২ সেপ্টেম্বর ২০২০
চার বলে চার বোল্ড, ইতিহাসের পাতায় আফ্রিদি

ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টিতে বল হাতে দুর্দান্ত এক স্পেল করেছন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। মিডলসেক্সের বিপক্ষে ৪ ওভারে ১৯ রানে ৬ উইকেট শিকার করেছেন হ্যাম্পশায়ারের হয়ে খেলতে নামা আফ্রিদি। প্রতিপক্ষের ছয় ব্যাটসম্যানকেই বোল্ড করেছেন এই পেসার। টি-টোয়েন্টি ফরম্যাটের ইতিহাসে এই প্রথম কোন বোলার ছয় উইকেটের সবক’টিই নিয়েছেন বোল্ড করে।

এরমধ্যে ১৮তম ওভারের শেষ চার বলে মিডলসেক্সের টানা চারটি উইকেট শিকার করেন তিনি। চারটি উইকেটই ছিল বোল্ড। তার এমন বিধ্বংসী বোলিংয়ে ২০ রানে ম্যাচ জিতেছে হ্যাম্পশায়ার। অথচ আফ্রিদির বিধ্বংসী বোলিংয়ের আগে ভালোভাবেই ম্যাচে ছিল মিডলসেক্স। জয়ের জন্য ৪ উইকেট হাতে নিয়ে শেষ ৩ ওভারে ২৩ রান দরকার ছিল মিডলসেক্সের।

ওই ওভারে বল হাতে আক্রমণে আসার আগে আফ্রিদির বোলিং ফিগার ছিল এমন ৩-০-১৭-২। ১৮তম ওভারের প্রথম দু’বলে ১ রান করে দেন আফ্রিদি। আর তৃতীয় থেকে ষষ্ঠ বল পর্যন্ত টানা চার বলে মিডলসেক্সের চার ব্যাটসম্যানকে বোল্ড করে হ্যাম্পশায়ারের জয় নিশ্চিত করেন।

চার ডেলিভারিতে জন সিম্পসন, স্টিভেন ফিন, থিলান ওয়ালাল্লাভিতা এবং টিম মুরতাগকে বোল্ড করেন আফ্রিদি। পাকিস্তানের প্রথম ও সব মিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে টানা চার বলে চার উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন শাহীন আফ্রিদি।

সর্বপ্রথম টি-টোয়েন্টিতে টানা চার বলে চার উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এরপর এমন কীর্তিতে নাম লেখান বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন, আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান, শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা ও ভারতীয় পেসার অভিমন্যু মিঠুন। আন্তর্জাতিক ক্রিকেটে এমন কীর্তি আছে মালিঙ্গা ও রশিদের।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লকডাউনে পরিশ্রমের সুবিধা পাচ্ছেন মাহমুদউল্লাহ

লকডাউনে পরিশ্রমের সুবিধা পাচ্ছেন মাহমুদউল্লাহ

পাকিস্তান সফরে জিম্বাবুয়ের স্কোয়াডে নতুন মুখ, ফিরলেন চিগুম্বুরা

পাকিস্তান সফরে জিম্বাবুয়ের স্কোয়াডে নতুন মুখ, ফিরলেন চিগুম্বুরা

স্কিল ক্যাম্পটি অপরিহার্য ছিল : মমিনুল হক

স্কিল ক্যাম্পটি অপরিহার্য ছিল : মমিনুল হক

টাইগারদের স্কিল ক্যাম্পে ১৬ জন, বাকিরা কোয়ারেন্টাইনে

টাইগারদের স্কিল ক্যাম্পে ১৬ জন, বাকিরা কোয়ারেন্টাইনে