ক্যারিয়ার সেরা ইনিংসে ৫ হাজারের ক্লাবে বাবর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪১ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২০
ক্যারিয়ার সেরা ইনিংসে ৫ হাজারের ক্লাবে বাবর

ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের এবারের মৌসুমে নিজের পঞ্চম ম্যাচে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে দলকে জিতিয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এবারের ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে ব্যাট হাতে একেবারে মলিন ছিলেন বাবর। প্রথম ম্যাচে ৪২ রান করার পর, পরের তিন ইনিংসে করেছেন কেবল ১৬ রান (৬, ০, ১০)। তবে পঞ্চম ম্যাচে এসে যেন নিজেকে বিলিয়ে দিলেন বাবর। নিজের চতুর্থ সেঞ্চুরি ও ক্যারিয়ার সেরা ইনিংসে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন তিনি।

কার্ডিফে বুধবার (১৬ সেপ্টেম্বর) গ্ল্যামরগনের বিপক্ষে ৯ চার ও ৫ ছক্কায় ৬২ বলে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেন বাবর। বাবরের সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে সমারসেট। জয়ের জন্য ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় গ্ল্যামরগন।

৪৯৯৬ রান নিয়ে ইনিংস শুরু করা বাবর ম্যাচের শুরুতেই ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। ৬১তম ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ১৪৫ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। যা কি-না তৃতীয় দ্রুততম। তার চেয়ে কম ইনিংস খেলে ৫ হাজারের ক্লাবে আছেন ক্রিস গেইল (১৩২ ইনিংস) ও শন মার্শ (১৪৪ ইনিংস)।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৫ হাজার রান সংগ্রহকারী পাঁচ ব্যাটসম্যান

১. ক্রিস গেইল - ১৩২ ইনিংস
২. শন মার্শ - ১৪৪ ইনিংস
৩. বাবর আজম - ১৪৫ ইনিংস
৪. অ্যারন ফিঞ্চ - ১৫৯ ইনিংস
৫. মার্টিন গাপটিল - ১৬৩ ইনিংস

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আমাদের স্বপ্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় : রশিদ

আমাদের স্বপ্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় : রশিদ

মুম্বাই শিবিরে শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার!

মুম্বাই শিবিরে শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার!

বাংলাদেশের ১৪ দিনের কোয়ারেন্টাইন শিথিল করবে না শ্রীলঙ্কা

বাংলাদেশের ১৪ দিনের কোয়ারেন্টাইন শিথিল করবে না শ্রীলঙ্কা

সিরিজ আয়োজনে ইংল্যান্ডের সহায়তা চায় পাকিস্তান

সিরিজ আয়োজনে ইংল্যান্ডের সহায়তা চায় পাকিস্তান