আমাদের স্বপ্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় : রশিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০
আমাদের স্বপ্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় : রশিদ

বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাতিয়ে বেড়াচ্ছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। তাদেরকে ঘিরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান। তিনি জানান, বিশ্বকাপ জেতার জন্য দলে যথেষ্ট প্রতিভা আছে। এখন কেবলই নিজেদের ওপর বিশ্বাস রাখা দরকার।

দাপটের সাথে আইপিএল, বিপিএল, বিগব্যাশ, সিপিএলসহ বিভিন্ন লিগে খেলছেন রশিদ খান, মোহাম্মদ নবী ও মুজিব-উর-রহমান। অন্যান্য ফরম্যাটের চেয়ে এই ফরম্যাটে যেহেতু ক্রিকেটাররা একটু বেশি পরিণত তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন তারা।

রশিদ খান মনে করেন, বিশ্বকাপ জয়ের জন্য ব্যাটিং, স্পিনার কিংবা পেস বোলিং ইউনিটে যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার আছে। এখন কেবল বিশ্বকাপ জয়ের জন্য বিশ্বাস দরকার। সেই সাথে বড়দলগুলোর সাথে আরও বেশি ম্যাচ খেলতে চান তিনি।

ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ইউটিউব আলাপচারিতায় রশিদ খান বলেন, ‘আমি মনে করি, আফগানিস্তানের জন্য এখন সবচেয়ে বড় অর্জন হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, যেটির জন্য দল মুখিয়ে আছে। শুধু দলই নয়, পুরো দেশ আশায় আছে। কারণ, আমাদের স্কিল ও প্রতিভা আছে। স্রেফ নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে যে, আমরা এটি করতে পারি। প্রতিভার দিক থেকে আমরা অনেক ভালো দল। আমাদের স্পিনার আছে, ফাস্ট বোলার আছে আর ব্যাটিং ইউনিটও ভালো।’

তিনি আরও বলেন, ‘বড় দলগুলোর বিপক্ষে যখন আরও সিরিজ খেলব, আমরা আরও ভালো দল হতে পারব। টি-টোয়েন্টির জন্য আমরা খুব বিখ্যাত। আমাদের ও দেশের মানুষের স্বপ্ন একদিন আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতব। আফগানিস্তান ক্রিকেট ও আমাদের জন্য যা হবে সবচেয়ে বড় অর্জন।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২০ সালে শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সম্ভবনা নেই

২০২০ সালে শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সম্ভবনা নেই

মাঠে দর্শক ফেরাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া

মাঠে দর্শক ফেরাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কা সফর না হলেও অনুশীলন চলবে টাইগারদের

শ্রীলঙ্কা সফর না হলেও অনুশীলন চলবে টাইগারদের

বিসিবির কড়া বার্তায় শ্রীলঙ্কাকে ভাবতে বললেন দেশটির ক্রীড়ামন্ত্রী

বিসিবির কড়া বার্তায় শ্রীলঙ্কাকে ভাবতে বললেন দেশটির ক্রীড়ামন্ত্রী