অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের নায়ক জস বাটলার। পারিবারিক কারণে শেষ ম্যাচের আগে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বাটলারের ৫৪ বলে ৭৭ রানের ইনিংসের উপর ভর করে ৭ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। তাতে করে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নেওয়ায় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।
চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে মঙ্গলবার শেষ ম্যাচ খেলতে নামবে ইংলিশরা। যেখানে দ্বিতীয় ম্যাচের জয়ের নায়ক জস বাটলারকে পাচ্ছে না স্বাগতিকরা। এদিকে সিরিজের প্রথম দুই ম্যাচ হারায় হোয়াইটওয়াম এড়াতে জয়ের বিকল্প নেই সফরকারীদের।
টি-টোয়েন্টি সিরিজ শেষে ম্যানচেস্টারে চলে যাবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া্ যেখানে শুক্রবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পারিবারিক কারণে বায়ো সিকিউর পরিবেশ থেকে বের হওয়ায়, ওয়ানডে দলে যোগ দেওয়ার আগে আবারও করোনা পরীক্ষা দিতে হবে বাটলারকে। ওই পরীক্ষায় নেগেটিভ আসলে ওয়ানডে দলে যোগ দিবেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]