টস জিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রত্যাবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০
টস জিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রত্যাবর্তন

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছে সফররকারী অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

এ ম্যাচের মধ্য দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো ক্রিকেট অস্ট্রেলিয়া। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও পাকিস্তানের পর নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হলো স্বাগতিক ইংল্যান্ড।

চলতি বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিল অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডের পর করোনার কারণে সিরিজটি বাতিল হয়ে যায়। এরপর আর আন্তর্জাতিক অঙ্গণে খেলা হয়নি অসিদের।

দীর্ঘ পাঁচ মাস পর অবশেষে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও ক্রিকেটে ফিরলো অস্ট্রেলিয়া। সাউদাম্পটনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হয়েছে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

তবে ৮ জুলাই নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করে ক্রিকেটকে পুর্নজন্ম দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই থেকে আর থেমে থাকেনি ইসিবি। একে-একে আরও তিনটি সিরিজ আয়োজন খেলেছে তারা।

ওয়েস্ট ইন্ডিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন ইয়ান মরগানরা। করোনার প্রকোপের মাঝেও ক্রিকেটের তিন ফরম্যাটকে মাঠে ফিরিয়েছে ইসিবি। যা বিশ্ব ক্রিকেটের উদাহরণ হিসেবে রচিত হয়েছে।

ইসিবির উদ্যোগে অন্য তিন দেশের ন্যায় মাঠে ফেরার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়াও। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজ খেলবে অসিরা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে ফিরেই ম্যাক্সওয়েলের সেঞ্চুরি

মাঠে ফিরেই ম্যাক্সওয়েলের সেঞ্চুরি

৪৫০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া

৪৫০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া

রুটকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে : মরগান

রুটকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে : মরগান

৬শ’ উইকেটের রেকর্ড অ্যান্ডারসনের একারই থাকবে : সাঙ্গাকারা

৬শ’ উইকেটের রেকর্ড অ্যান্ডারসনের একারই থাকবে : সাঙ্গাকারা