টি-টোয়েন্টি ব্লাস্টে আফ্রিদি-ওয়াসিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১০ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২০
টি-টোয়েন্টি ব্লাস্টে আফ্রিদি-ওয়াসিম

বাবর আজমের পর ইংল্যান্ডের ঘরোয়া আসর টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ও স্পিনার ইমাদ ওয়াসিম। হ্যাম্পশায়ারের হয়ে খেলবেন আফ্রিদি আর নটিংহ্যামশায়ারের হয়ে খেলবেন ওয়াসিম।

গ্রুপ পর্বে হ্যাম্পশায়ারের হয়ে সাতটি ম্যাচ খেলবেন আফ্রিদি। দল যদি নক আউট পর্বে উঠে, সেক্ষেত্রে বাড়তে পারে ম্যাচের সংখ্যা। হ্যাম্পশায়ারের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র হতে যাচ্ছেন আফ্রিদি। কারণ ভ্রমণ নিয়ে জটিলতা থাকায় এবারের আসরে খেলতে আসতে পারেননি দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবট ও ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস। আর ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন লিয়াম ডওসন।

সোমবার (৩১ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে এসেক্সের বিপক্ষে জয় পেয়েছে হ্যাম্পশায়ার। হ্যাম্পশায়ারের দ্বিতীয় ম্যাচ থেকেই দেখা যেতে পারে আফ্রিদিকে। কারণ বর্তমানে ইংল্যান্ডেই আছেন আফ্রিদি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতেই ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছেন তিনি।

দলের সাথে এখনো চুক্তি সম্পাদিত না হলেও নটিংহ্যামশায়ারের হয়ে আজই মাঠে নামছেন ওয়াসিম। এর অর্থ ২৪ ঘন্টার মধ্যে দু’টি টি-টোয়েন্টি ম্যাচে নামছেন তিনি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতেই ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ওয়াসিম।

এদিকে, এবারের টি-টোয়েন্টি ব্লাস্টে সমারসেটের হয়ে ৭টি ম্যাচ খেলবেন পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়ক বাবর আজম। দল নক-আউটে উঠলে, আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা মুক্ত চেন্নাই শিবির

করোনা মুক্ত চেন্নাই শিবির

ত্রিনবাগোর সপ্তম জয়, বিফলে রাসেলের ঝড়ো ইনিংস

ত্রিনবাগোর সপ্তম জয়, বিফলে রাসেলের ঝড়ো ইনিংস

দেশে ফিরেছেন সাকিব আল হাসান

দেশে ফিরেছেন সাকিব আল হাসান

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানের দারুণ জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানের দারুণ জয়