আরসিবিতে রিচার্ডসনের বদলি জাম্পা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩২ এএম, ০২ সেপ্টেম্বর ২০২০
আরসিবিতে রিচার্ডসনের বদলি জাম্পা

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরর অস্ট্রেলিয়ান পেসার কেন রিচার্ডসন। রিচার্ডসনের বদলি হিসেবে অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পাকে দলে ভিড়িয়েছে কোহলির ব্যাঙ্গালোর।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুইটা বার্তায় তারা লিখেছে, ‘আমরা অ্যাডাম জাম্পাকে আরসিবির রঙে স্বাগত জানাতে রোমাঞ্চিত। কেন রিচার্ডসনের পরিবর্তে সে এসেছে।’

কেন রিচার্ডসনের মতো অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটারকে না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন হেডকোচ মাইক হেসন। তিনি বলেন, ‘এবারের আইপিএলে কেনের মতো ক্রিকেটারকে না পাওয়ায় আমরা হতাশ, কারণ সে সবসময় নিজের খেলা দিয়ে শীর্ষে থাকার চেষ্টা করে। আইপিএল চলাকালীন সময়ে কেন এবং নিকির সন্তান হবে। এটি একটি রোমাঞ্চকর মুহূর্ত এবং আমরা কেনকে পুরোপুরি সমর্থন দিচ্ছি তাঁর প্রথম সন্তানের জন্য।’

এদিকে আরসিবির টিম ডিরেক্টর বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনের কথা চিন্তা করে অ্যাডাম জাম্পার মতো একজন কোয়ালিটি লেগ স্পিনারকে আমরা আনার কথা ভেবেছি। সে চাহালকে সমর্থন দিতে পারবে, একই সঙ্গে টুর্নামেন্ট চলাকালীন সময়ে অতিরিক্ত স্পিনার হিসেবে কাজে দিবে।’

আইপিএলের ১৩তম আসরকে সামনে রেখে ২০১৯ সালে অনুষ্ঠিত হয় প্লেয়ার ড্রাফট। যেখানে প্লেয়ার ড্রাফটের তালিকায় ছিলেন জাম্পা। জাম্পার ভিত্তি মূল্য ১.৫০ কোটি ডলার ধরা হলেও ছিলেন অবিক্রিত। তখন অবিক্রিত থাকলেও সতীর্থ রিচার্ডসনের বদলি হিসেবে দল পেলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে আইপিএলে যোগ দিবেন তিনি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরর হয়ে নাম লেখানোর আগে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছিলেন জাম্পা। ২০১৭ সালে পুনের জার্সিতে ১১ ম্যাচে ৭.৫৪ ইকোনমি রেটে ১৯ উইকেট শিকার করেছিলেন তিনি। ওই আইপিএলে ১৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি, যা আইপিএলে একজন স্পিনারের সেরা বোলিং ফিগার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইনজুরিতে আমির, অনিশ্চিত ‘ফাইনাল’ ম্যাচে

ইনজুরিতে আমির, অনিশ্চিত ‘ফাইনাল’ ম্যাচে

রায়নার পরিবর্তে চেন্নাইয়ের গেমপ্ল্যানে ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার

রায়নার পরিবর্তে চেন্নাইয়ের গেমপ্ল্যানে ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার

৯২ রান করেও ম্যাচ জিতলো সেন্ট লুসিয়া

৯২ রান করেও ম্যাচ জিতলো সেন্ট লুসিয়া

৪৪ বছর বয়সেও ক্রিকেট, নতুন চুক্তিতে স্টিভেন্স

৪৪ বছর বয়সেও ক্রিকেট, নতুন চুক্তিতে স্টিভেন্স