ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বল করা সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন পাকিস্তানের বা’হাতি পেসার মোহাম্মদ আমির। যে কারণে ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শেষ ম্যাচে অনিশ্চিত এই বা’হাতি পেসার।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের ৬ষ্ঠ ওভারের চতুর্থ বল করার সময় হ্যামস্ট্রিং ইনিজুরিতে পড়েন তিনি। চার বল করার পর পড়ে গেলে ফিজিও এসে তৎক্ষণাৎ কিছুটা চিকিৎসা দিলে উঠে দাঁড়িয়ে ওভারের পঞ্চম বল করার জন্য দৌড় দেন আমির। কোন রকম ওভারটি শেষ করেন তিনি। ওভার শেষ হওয়ার পর ব্যথা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে মাঠ ছাড়েন তিনি।
তাতে করে শেষ ম্যাচে অর্থাৎ অঘোষিত ফাইনাল ম্যাচে অনিশ্চিত এই পেসার। দ্বিতীয় ম্যাচে অবশ্য খুব একটা ভালো বল করতে পারেননি আমির। দুই ওভার বল করে দিয়েছেন ২৫ রান, ছিলেন উইকেট শূন্য। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে রানের পাহাড় গড়েও ৫ উইকেটে হারে পাকিস্তান। তাতে করে শেষ ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।
ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের ফাইনালের জন্য আমির উপযুক্ত হবে কি-না। এমন প্রশ্নের জবাবে দলটির এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘ডান হ্যামস্ট্রিংয়ে তিনি ব্যথা অনুভব করছেন, এটাতে বরফ দেওয়া হয়েছে। তারা (পাকিস্তানের মেডিকেল কর্মীরা) সোমবার তাকে দেখবেন।’
সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হবে। সিরিজের ১-০ তে এগিয়ে থাকায় সিরিজ জিততে চাইবে স্বাগতিক ইংল্যান্ড। আর শেষ ম্যাচে জয় লাভ করে সিরিজ বাঁচাতে চাইবে পাকিস্তান।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]