ইংল্যান্ডের ঘরোয়া আসর টি-টোয়েন্টি ব্লাস্টে সমারসেটের হয়ে খেলবেন পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম। শনিবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে চলতি আসরে বাবরের খেলার বিষয়টি নিশ্চিত করেছে সমারসেট।
সমারসেট ক্রিকেটের ডিরেক্টর অ্যান্ডি হুরি বলেছেন, তিনি দুর্দান্ত খেলোয়াড়। গতবছর আমাদের পরিবেশে দারুণ খেলেছেন। আমরা বাবরকে আমাদের নিজস্ব খেলোয়াড় হিসেবে বিবেচনা করি। আমি নিশ্চিত আমাদের সদস্য ও সমর্থকরা সমারসেটের হয়ে তাকে আবারও পারফর্ম করতে দেখার জন্য অপেক্ষা করছে।’
সমারসেটের পক্ষ থেকে আরও জানানো হয়, ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ক্লাবে যোগ দিবেন বাবর। লিগ পর্বে সমারসেটের হয়ে সাত ম্যাচ খেলবেন বাবর। নকআউট পর্বে সমারসেট উঠলে সেখানেও দেখা যাবে বাবরকে।
টুর্নামেন্টের গত মৌসুমেও সমারসেটের হয়ে খেলেছিলেন বাবর। যেখানে ৫৭৮ রান করেছিলেন তিনি। তাই এবারও খেলার জন্য মুখিয়ে আছেন বাবর। তিনি বলেন, ‘গত মৌসুমটা দারুণ কেটেছে আমার। এবারও ভালো করতে পারবো বলে আশা করি।’
তিনি আরও বলেন, ‘ গত বছর আমি সমারসেটের হয়ে খেলা উপভোগ করেছি। ক্লাবে আবারও ফেরার জন্য অপেক্ষা করতে পারছি না। সুস্পষ্ট কারণে, আমরা সকলের প্রত্যাশার থেকে এই বছরটি অনেকটাই আলাদা। বিশ্বব্যাপী এমন পরিস্থিতির মাঝে ইংল্যান্ড যে চ্যালেঞ্জগুলো নিয়ে খেলা শুরু করেছে তার জন্য আমি তাদের সাধুবাদ জানাই।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]