আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট নতুন এক বিশ্ব রেকর্ড গড়লেন বেলজিয়ামের ক্রিকেটার শাহেরিয়ার বাট। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ঝড়ো সেঞ্চুরি তুলে নিয়েছেন বাট। যা কি-না টি-টোয়েন্টি ক্রিকেটে ছয় নম্বরে প্রথম সেঞ্চুরি। সে সাথে ছাপিয়ে গেছেন স্যাম বিলিংসের করা সর্বোচ্চ ৮৭ রানের ইনিংসকে।
আইসিসি সব দেশকে টি-টোয়েন্টি ক্রিকেটের মর্য়াদা দেওয়ায় শাহেরিয়ার বাটের অনবদ্য সেঞ্চুরিটি যোগ হচ্ছে বিশ্ব রেকর্ডের পাতায়। বেলজিয়াম, চেক রিপাবলিক ও স্বাগতিক লুক্সেমবার্গকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চেক রিপাবলিকের বিপক্ষে গড়েছেন এই রেকর্ড।
৮ ওভারে মাত্র ৪১ রানে ৪ উইকেটকে হারিয়ে যখন বেলজিয়াম ধুঁকছিল, তখনই ত্রাতা হয়ে আসেন শাহেরিয়ার বাট। ব্যাট করতে নেমে শুরু থেকেই চেক রিপাবলিকের বোলারদের উপর তান্ডব চালাতে থাকেন বাট। তাতে করে ধুঁকতে থাকা বেলজিয়াম পেয়েছেন স্বস্তি।
প্রথম ৮ ওভারে মাত্র ৪১ রান তোলা বেলজিয়াম শেষ ১২ ওভারে তুলেছেন ১৫৬ রান। যেখানে ১২৫ রান এসেছে শাহেরিয়ার বাটের ব্যাট থেকে। ৫০ বলে ১২৫ করেছেন বাট, যেখানে ১১ চারের পাশাপাশি হাঁকিয়েছেন ৯ ছক্কা। ১২৫ রানের মাঝে ৯৮ রান এসেছে বাউন্ডারি থেকে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান তোলে বেলজিয়াম। ২০ ওভারে চেক রিপাবলিক ১৫১ রান তোলায় বেলজিয়াম ম্যাচটি জিতে নেয় ৪৬ রানে।
এর আগে ছয় নম্বরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের স্যাম বিলিংস। ২০১৯ সালে ক্যারিবিয়ান দ্বীপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ৪৭ বলে ৮৭ রানের অনবদ্য ইনিংস। বছর না পেরোতেই স্যাম বিলিংসের রেকর্ড ভাঙলেন শাহেরিয়ার বাট।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]