টি-টোয়েন্টিতে ৫শ উইকেট নেওয়া প্রথম বোলার ব্রাভো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৪ এএম, ২৮ আগস্ট ২০২০
টি-টোয়েন্টিতে ৫শ উইকেট নেওয়া প্রথম বোলার ব্রাভো

ক্যারিবিয়ান পেসার ডোয়াইন ব্রাভো বোলিং বৈচিত্র্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাট ব্যাটম্যানদের খেলা হলেও ইতিহাসের প্রথম বোলার হিসেবে ব্রাভো গড়েছেন ৫০০ উইকেট ছোঁয়ার অনন্য কীর্তি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চলতি আসরে বুধবার ত্রিনবাগো নাইট রাইডার্স-সেন্ট লুসিয়া জুকসের ম্যাচে ব্রাভো এ মাইলফলক স্পর্শ করেন। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের এমন অর্জনে গর্বিত ব্রাভো। ম্যাচ শেষে তিনি বলেন, এটা দুর্দান্ত এক ভ্রমণ। আমি আমার সব সতীর্থকে ধন্যবাদ দিতে চাই। বিশ্বের যেসব জায়গায় খেলেছি, সেখানকার সতীর্থদের প্রতি আমি কৃতজ্ঞ।

ব্রাভো বলেন, এ অর্জন আমার ঘরের মাঠে করতে পেরেছি। আপনি জানেন আমি এখানেই আমার ক্রিকেট শুরু করেছিলাম। ৮ বছর বয়সে। এই সেই জায়গা, যেখানে আমার সবকিছু শুরু হয়েছিল। এখানে, কুইন্স পার্ক ওভালে ৫০০ উইকেট পাওয়ার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।

তিনি আরওে বলেন, টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের খেলা। বোলারদের জন্য এটা ভীষণ কঠিন জায়গা। সেখানে এটা আমার জন্য বিশেষ অর্জন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ব্রাভো বিশ্বের প্রায় সব বড় বড় প্রতিযোগিতায় খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলাসহ অন্তত ২০ দলের জার্সি গায়ে জড়িয়ে মাঠে ব্যাটে-বলে নিজের পারফরমেন্স দেখিয়েছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]



শেয়ার করুন :


আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান ড্যারেন স্যামি

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান ড্যারেন স্যামি

যুদ্ধ নয়, আমরা কেবল শ্রদ্ধা ও সমতা চাই : ব্রাভো

যুদ্ধ নয়, আমরা কেবল শ্রদ্ধা ও সমতা চাই : ব্রাভো

করোনা নিয়ে ব্রাভোর গান ‘আমরা হাল ছাড়ছি না’

করোনা নিয়ে ব্রাভোর গান ‘আমরা হাল ছাড়ছি না’

নিজেকে শিশু মনে করছেন ব্রাভো

নিজেকে শিশু মনে করছেন ব্রাভো