শেষ ওভারের ম্যাচে বোলারদের দাপটে সেন্ট লুসিয়ার জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১১ পিএম, ২৩ আগস্ট ২০২০
শেষ ওভারের ম্যাচে বোলারদের দাপটে সেন্ট লুসিয়ার জয়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সপ্তম ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে ১০ রানে হারিয়েছে সেন্ট লুসিয়া জুকস। যেখানে বল ও ব্যাট হাতে অলরাউন্ড পারফর্ম করেছেন সেন্ট লুসিয়ার মোহাম্মদ নবী।

সিপিএলের সপ্তম ম্যাচে মুখোমুখি হয় ড্যারেন স্যামির সেন্ট লুসিয়া জুকস ও রায়াদ এমরিদের সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। যেখানে শুরুতে টসে জিতে ফিল্ডিং করা সিদ্ধান্ত নেন সেন্ট কিটসের অধিনায়ক এমরিদ। টসে হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন আন্দ্রে ফ্লেচার ও রাকিম কর্নওয়াল।

১৬ করা কর্নওয়ালের বিদায়ের পর মার্ক দেয়ালকে নিয়ে জুটি গড়েন ফ্লেচার। মাঠে নেমেই আক্রমণাত্বক শুরু করেন দেয়াল। এমরিদের বলে সাজঘরে ফেরার আগে মাত্র ১৭ বলে করেছেন দেয়াল। দেয়ালের বিদায়ের পর ফিফটি থেকে মাত্র ৪ রান দুরে থেকে সাজঘরে ফিরেন ফ্লেচার। ৩৩ বলে ৪৬ রান করা ফ্লেচারকে ফেরান জ্বগেশ্বর।

ফ্লেচারের বিদায়ের পর নাজিবুল্লাহ জাদরানের ২৪ বলে ২৮ ও মোহাম্মদ নবীর ২২ বলে ৩৫ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে সেন্ট লুসিয়া জুকস। সেন্ট কিটসের হয়ে ২টি করে উইকেট নেন সোহেল তানভির ও জ্বগশ্বের।

জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে খুব একটা ভালো শুরু করতে পারেনি ক্রিস লিন ও এভিন লুইস। ১৪ রান করে লিন ফিরে গেলে ভাঙে ২৮ রানের জুটি। লিনের বিদায়ের পর মাত্র ১ রান করে ফিরে যান জসুয়া ডি সিলভা। ডি সিলভার বিদায়ের পর দ্রুত গতিতে রান তোলা লুইসও ফিরে যান। রোস্টন চেজের শিকার হওয়ার আগে মাত্র ২০ বলে ২৯ করেন।

লুইসের বিদায়েরে পর দলের হাল ধরেন দীনেশ রামদিন। ৩৫ বলে ৪৬ রান করে দলকে অনেকটা জয়ের কক্ষপথে রাখেন রামদিন। তবে পরের ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেননি। শেষদিকে শেলডন কটরেলের মাত্র ১১ বলে ২৬ রান কেবল হারের ব্যবধান কমিয়েছেন তিনি। শেষ পর্যন্ত শেষ ওভারের খেলায় ১০ রানে হার মানতে হয় সেন্ট কিটসকে। সেন্ট লুসিয়ার হয়ে ৪ উইকেট নেন স্কট কুগলেইজন আর তিন উইকেট নেন চেজ।

স্কোরকার্ড:
সেন্ট লুসিয়া জুকস ১৭২/৬ (২০ ওভার) ফ্লেচার ৪৬, নবী ৩৫*, দেয়াল ৩০, জ্বগেশ্বর ২/২৯, তানভির ২/৪১
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস : ১৬২/৮ (২০ ওভার) রামদিন ৪৬, লুইস ২৯, কটরেল ২৬*, কুগলেইজন ৪/৩৩, চেজ ৩/১২

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যক্তিগত অনুশীলনে ফিরলেন পেসার রুবেল হোসেন

ব্যক্তিগত অনুশীলনে ফিরলেন পেসার রুবেল হোসেন

বিশ্বকাপের ফাইনাল খেলে অবসর নিতে চান ফিঞ্চ

বিশ্বকাপের ফাইনাল খেলে অবসর নিতে চান ফিঞ্চ

ধোনির কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে : হাবিবুল বাশার

ধোনির কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে : হাবিবুল বাশার

জাতীয় দলের চেয়ে আইপিএল খেলা বেশি কঠিন : মুরালিধরন

জাতীয় দলের চেয়ে আইপিএল খেলা বেশি কঠিন : মুরালিধরন