২০২১ সালের এপ্রিলে আইপিএলের ১৪তম আসর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৯ এএম, ২৩ আগস্ট ২০২০
২০২১ সালের এপ্রিলে আইপিএলের ১৪তম আসর

২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশের মাটিতে ইংল্যান্ড ক্রিকেট দলকে আতিথেয়তা দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওই সিরিজ শেষে এপ্রিলে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর।

শনিবার (২২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন খোদ বিসিসিআই’র সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এছাড়া আগামী ঘরোয়া মৌসুম নিয়ে বিসিসিআই ইতোমধ্যেই পরিকল্পনা করেছে বলেও জানান গাঙ্গুলি।

তিনি বলেন,  চলতি বছরের ১৯ নভেম্বর থেকে সৈয়দ মুশতাক আলী ট্রফি এবং ১৩ ডিসেম্বর থেকে রঞ্জি ট্রফি শুরু করার পরিকল্পনা করেছে বিসিসিআই। তবে ঘরোয়া ক্রিকেট শুরুর জন্য সরকারের সবুজ সংকেতের প্রয়োজন। সেই চেষ্টাই করছে বিসিসিআই।

সম্প্রতি বোর্ডের সদস্য ও বিভিন্ন রাজ্য সমিতির সভাপতি এবং সচিবদের চিঠিতে গাঙ্গুলি লিখেছেন, ‘এ বছরের ডিসেম্বরে পুরুষদের ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফর করবে। অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে ফেব্রুয়ারিতে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে কোহলির দল। এরপরই হবে আইপিএলের চর্তুদশ আসর।’

ঘরোয়া ক্রিকেট নিয়ে গাঙ্গুলি বলেন, ‘সরকারের অনুমতি পেলে ঘরোয়া ক্রিকেটের মৌসুম শুরু হবে। এটি নিশ্চিত করার জন্য বিসিসিআই সর্বাত্মক চেষ্টা করছে। খেলোয়াড়দের স্বাস্থ্য-সুরক্ষা এবং ঘরোয়া ক্রিকেটে জড়িতরা বিসিসিআই’র কাছে অনেক গুরুত্বপূর্ণ।’

করোনার কারণে মার্চ থেকে বিশ্ব ক্রিকেট স্থবির ছিল। ভারতেও বন্ধ হয় সকল ক্রিকেটীয় ইভেন্ট। ২৯ মার্চ থেকে শুরুর সূচি ছিল আইপিএলের ত্রয়োদশ আসর। তবে করোনার কারণে ছয় মাস পিছিয়ে তা ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জাতীয় দলের চেয়ে আইপিএল খেলা বেশি কঠিন : মুরালিধরন

জাতীয় দলের চেয়ে আইপিএল খেলা বেশি কঠিন : মুরালিধরন

করোনায় ‘বিপাকে পড়বে’ আইপিএল জুয়াড়িরা

করোনায় ‘বিপাকে পড়বে’ আইপিএল জুয়াড়িরা

জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হলেন জয়াবর্ধনে

জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হলেন জয়াবর্ধনে

দর্শকভর্তি মাঠে আইপিএল  আয়োজনে আশাবাদী ইসিবি

দর্শকভর্তি মাঠে আইপিএল আয়োজনে আশাবাদী ইসিবি